কোন কোন প্রভাবশালীর নাম বললেন পি কে? কৌতূহল সব মহলে

ঢাকা টাইমস ডেস্ক
| আপডেট : ০৫ জুলাই ২০২২, ২০:০৫ | প্রকাশিত : ০৫ জুলাই ২০২২, ১৯:৫৯

ভারতের অর্থ সংক্রান্ত কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী—ইডির জেরায় বাংলাদেশের বেশ কয়েকজন প্রভাবশালীর নাম বলেছেন দেশটিতে গ্রেপ্তার প্রশান্ত কুমার ওরফে পি কে হালদার। বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করে পালিয়ে যাওয়া পি কে ইডিকে স্বীকারোক্তিতে তার ‘পৃষ্টপোষক’ কাদের নাম বলেছেন তা নিয়ে সব মহলে শুরু হয়েছে কৌতূহল।

পি কে হালদারকাণ্ডে নাম এসেছিল বাংলাদেশ ব্যাংকের সাবেক দুজন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বেশ কিছু প্রভাবশালীর। ভারতে ইডির জেরায় পি কে তাদের নাম বলতে পারে বলে ধারনা করা হচ্ছে।

এছাড়া আমলাতন্ত্রের কেউ পি কের অর্থ কেলেঙ্কারিতে জড়িত কি না সেটিও আলোচনায়। যেকারণে বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়েছে ভারতে জেরায় কাদের নাম বলেছেন পি কে হালদার। কারা ফাঁসছেন দেশের ইতিহাসে নজিরবিহীন এই অর্থ লোপাটের ঘটনায়।

প্রশ্ন উঠেছে, পি কে হালদারের প্রায় দশ হাজার কোটি টাকার বেশি পাচারের পেছনে বড় কোনো রাঘব বোয়াল জড়িত? দেশের আর্থিক প্রতিষ্ঠানে নজিরবিহীন এই অর্থ লোপাটের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের বর্তমান ও সাবেক কিছু কর্মকর্তার নামও এসেছে।

তাদের মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও সাবেক নির্বাহী পরিচালক শাহ আলম। ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল) থেকে আড়াই হাজার কোটি টাকার বেশি অর্থ লুটপাটের ঘটনায় গত ২৯ মার্চ এই দুজনকে জিজ্ঞাসাবাদও করেছে দুদক।

পি কে সিন্ডিকেটের যে ১৩ জনকে এখন পর্যন্ত দুদক গ্রেপ্তার করেছে তাদের মধ্যে ১১ জন নিজেদের দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারা জবানবন্দী দিয়েছেন। ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাশেদুল হক আদালতে দেওয়া জবানবন্দিতে বলেছেন, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন কর্মকর্তাদের পাঁচ থেকে সাত লাখ টাকা করে দিত রিলায়েন্স ফাইন্যান্স ও ইন্টারন্যাশনাল লিজিং। রাশেদুল হক জবানিবন্দিতে বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের তৎকালীন মহাব্যবস্থাপক শাহ আলমকে প্রতি মাসে দেওয়া হতো দুই লাখ টাকা করে। আর্থিক প্রতিষ্ঠানগুলোর অনিয়ম-দুর্নীতি ‘ম্যানেজ’ করতেন সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।

পি কেকাণ্ডে নাম আসা ব্যক্তিরা ফের দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারেন। ফলে অভিযোগের মুখে থাকা ‘প্রভাবশালী’ব্যক্তিরা অস্বস্তিতে রয়েছেন বলে জানা গেছে।

দুদক সূত্র বলছে, পি কে হালদারের অর্থ লোপাটের ঘটনায় সবমিলিয়ে ৩৭টি মামলা হয়েছে। এর মধ্যে অভিযোগপত্র হয়েছে মাত্র একটি মামলায়। তিনটি মামলার তদন্তকাজ শেষ হয়েছে।

এখন পর্যন্ত পিকে হালদারের ৮৩ সহযোগীর ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে। ৬৪ জনের বিদেশ গমনে আদালতের মাধ্যমে নিষেধাজ্ঞা জারি আছে। আর এক হাজার কোটি টাকা সমমূল্যের বাড়ি, ফ্ল্যাটসহ অন্যান্য স্থাবর সম্পদ ক্রোক করা হয়েছে।

এদিকে ইডির জেরায় পি কের বলা নামগুলো প্রকাশ না করলেও ভারতের অর্থ সংক্রান্ত গোয়েন্দা বাহিনীর আইনজীবী অরিজিত চক্রবর্তী জানিয়েছেন, বাংলাদেশের এই প্রভাবশালী ব্যক্তিদের নাম থাকবে চার্জশিটে।

তিনি বলেছেন, পি কে হালদার এবং তার সহযোগীদের নামে ১৯৮৮ সালের দুর্নীতি দমন আইন এবং ২০০২ এর প্রিভেনশন অব মানি লন্ডারিং আইনে মামলা করা হয়েছে। পি কে হালদারের স্বীকারোক্তির ভিত্তিতে আসা ব্যক্তিদের নাম মামলার চার্জশিট আকারে আগামী দুই সপ্তাহের মধ্যেই আদালতে পেশ করা হবে।

ইডির জেরায় এরইমধ্যে এসেছে নানা চাঞ্চল্যকর তথ্য। পশ্চিমবঙ্গসহ ভারতের একাধিক শহরে মিলেছে পি কের প্রচুর সম্পত্তির হদিস। সেইসঙ্গে তদন্তকারী কর্মকর্তারা ৮৮টি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে।

আরো তথ্য বের করার জন্য কারাগারে গিয়েও অভিযুক্তদের জেরা করছেন ইডির কর্মকর্তারা। পি কে হালদার ও তার সহযোগীদের ৩০০ কোটি টাকার সম্পদ পাওয়ার কথাও আদালতকে জানিয়েছে ইডি।

গত ১৪ মে অশোকনগরসহ পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় অভিযান চালিয়ে পি কে হালদারের সঙ্গে গ্রেপ্তার করা হয় তার ভাই প্রাণেশ হালদার, স্বপন মিস্ত্রি ওরফে স্বপন মৈত্র, উত্তম মিস্ত্রি ওরফে উত্তম মৈত্র, ইমাম হোসেন ওরফে ইমন হালদার এবং আমানা সুলতানা ওরফে শর্মী হালদারকে।

পি কেসহ গ্রেপ্তার তার সহযোগীদের আদালত এর মধ্যে কয়েক দফায় ইডি রিমান্ড এবং জেল হেফাজতের পাঠিয়েছে। বর্তমানে তারা সকলেই কারাগারে বন্দী রয়েছেন।

(ঢাকাটাইমস/০৫জুলাই/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মমতার

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি 

ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ১৩ রাজ্যের ৮৮ আসনে ভোটগ্রহণ শুক্রবার

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করতে চায় আর্জেন্টিনা, কিন্তু কেন?

স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দায়িত্বপালন থেকে বিরত থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী 

ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র

ইসরায়েল-ইরান সংঘাত: সিরিয়া কি নতুন যুদ্ধক্ষেত্র হবে?

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে জ্যামাইকা

পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কা সফরে ইরানের প্রেসিডেন্ট

বিরল সফরে ইরানে উত্তর কোরিয়ার প্রতিনিধিদল

এই বিভাগের সব খবর

শিরোনাম :