মেসি-নেইমারদের নতুন কোচ গাল্টিয়ার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জুলাই ২০২২, ২০:০৫

মাউরিসিও পচেত্তিনোর পদত্যাগের পর নতুন কোচ পেলেন মেসি-নেইমার-এমবাপ্পেরা। দুই বছরের চুক্তিতে প্যারিস সেইন্ট জার্মেইন ক্লাবের হেড কোচের দায়িত্ব পেলেন ক্রিস্টফার গাল্টিয়ার। আগামী ২০২৪ সাল পর্যন্ত পিএসজির হয়ে কাজ করে যাবেন এই ফরাসি কোচ।

গত মাসেই নিসের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন গাল্টিয়ার। এরপর থেকে ফ্রি-ই ছিলেন তিনি। এই সুযোগ তাকে কোচিং প্যানেলে অন্তর্ভুক্ত করে ফেলে পিএসজি।

গাল্টিয়ারের অধীনে গেল মৌসুমে দুর্দান্ত সময় কেটেছে নিসের। কোনো শিরোপা জিততে না পারলেও ফ্রেঞ্চ কাপে নিসকে ফাইনালে নিয়ে যান তিনি। শিরোপা নির্ধারণী ম্যাচে নেইমারের করা গোলে নিসকে হারিয়ে শিরোপা জিতেছিলো পিএসজি। আর মৌসুম শেষে লিগ টেবিলে নিসের অবস্থান ছিল পাঁচ নম্বরে।

মেসি-নেইমারদের কোচিংয়ের দায়িত্ব পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে গাল্টিয়ার বলেন, ‘আমি প্যারিস সেইন্ট জার্মেইনের সঙ্গে যুক্ত হতে পেরে খুবই আনন্দিত। আমাকে নিয়োগ দেওয়ার জন্য নাসের আল খেলাইফি, লুইস ক্যাম্পোস ও যারা আমার প্রতি বিশ্বাস রেখেছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’

ফরাসি এই কোচ আরও বলেন, ‘অসাধারণ এই ক্লাবের দায়িত্ব সম্পর্কে আমি যথেষ্ট সচেতন আছি। ইউরোপের অন্যতম প্রতিযোগিতামূলক এই ক্লাবের জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।’

এদিকে বিদায়ী কোচ মাউরিসিও পচেত্তিনোকে ধন্যবাদ জানিয়ে পিএসজির অফিশিয়াল ওয়েবসাইটে লেখে, ‘প্যারিস সেইন্ট জার্মেইন নিশ্চিত করছে যে মাউরিসিও পচেত্তিনোর সঙ্গে ক্লাবের সম্পর্ক শেষ হয়েছে। পচেত্তিনো ও কোচিং স্টাফের অক্লান্ত পরিশ্রমের জন্য ক্লাব কর্তৃপক্ষ তাদের ধন্যবাদ জ্ঞাপন করছে। আর ভবিষ্যতের জন্য মঙ্গল কামনা করছে।’

(ঢাকাটাইমস/০৫জুলাই/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বাংলাদেশের নতুন স্পিন কোচ কিংবদন্তি মুশতাক আহমেদ

পেনাল্টি নিতে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, কড়া হুঁশিয়ারি কোচ পচেত্তিনোর

উইজডেনের বর্ষসেরার তালিকায় অস্ট্রেলিয়ার তিন ও ইংল্যান্ডের দুইজন

সার্বিয়ান ওপেনে ইরানি নারী তায়কোয়ান্দোদের ২ পদক

এগিয়ে থাকলেও পিএসজিকে সমীহ করছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ

অবসর ভেঙে তামিম ও মুশফিককে টি-টোয়েন্টি দলে ফেরানোর ব্যাপারে যা বললেন শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বেশি প্রত্যাশা না রাখার অনুলোধ শান্তর!

উইজডেনের ‘লিডিং ক্রিকেটার’ কামিন্স ও ব্রান্ট

বেঙ্গালুরুর একাদশে না থাকার রহস্য ভাঙলেন ম্যাক্সওয়েল

তাসকিনের বিশ্রাম ও আইপিএল খেলতে না দেওয়া নিয়ে যা বলছে বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :