অবৈধভাবে মহেশপুর সীমান্ত অতিক্রমকালে ২০ বাংলাদেশি আটক

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ জুলাই ২০২২, ২১:৪২ | প্রকাশিত : ০৫ জুলাই ২০২২, ২১:৪০

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত অতিক্রমকালে ২০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে (৫৮) বিজিবি।

মঙ্গলবার (৫ জুলাই) ভোর ৪টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত মাটিলা বিওপির টহল দল ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মাটিলা গ্রামের মাঠের সীমান্ত পিলারের কাছ থেকে তাদেরকে আটক করা হয়। বিজিবির অধিনায়কের পক্ষে অতিরিক্ত পরিচালক তাসলিম মো. তারেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানান। আটককৃত ২০ জনের মধ্যে পুরুষ-৫, নারী-৭ এবং ৮জন শিশু রয়েছে।

আটককৃতরা হলেন ফরিদপুর উপজেলার সদরপুর থানার ধোপাকেট গ্রামের নকুল মন্ডলের ছেলে সত্য রঞ্জন মন্ডল (৪৪), সত্য রঞ্জন মন্ডলের ছেলে পায়েল মন্ডল (২০), মেয়ে অনামিকা মন্ডল (২০), বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার কাফিলা গ্রামের সোহাগ মৃধার স্ত্রী রিপা মৃধা (৩০), মেয়ে আনিছা মৃধা (১২), হামজা (০৭), খোকনের স্ত্রী সুখী আক্তার (২৫), মেয়ে নুসরাত (০৬), এবং নাজেয়া (০৩), ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ গ্রামের শ্যামল কুমার পালের স্ত্রী রত্নারানী পাল (২৪), শ্যামল কুমার পাল (৩৪), পিতা মৃত অজিত কুমার পাল, মেয়ে দিপিকা (০৮), ছেলে দুর্যয় পাল (০২), বিশ্বজিত কুমার পালের স্ত্রী চন্দনা রানী পাল (৩২) মেয়ে শিখা রানী (১৫), ছেলে বিজয় পাল (০৮), এবং অমূল্য পালের ছেলে অতুল পাল (৫৫), এছাড়াও খুলনা জেলার তেরখাদা থানার পারহাজী গ্রামের মৃত রাশেদ মৃধা ছেলে অহিদুল মৃধা (৩৮), অহিদুলের স্ত্রী সোহাগী মৃধা (২৮), এবং বাগেরহাট জেলার মোল্লার হাট থানার গোলবাড়ী গ্রামের মৃত দেবেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে পরিমল বিশ্বাস (৭০)। সকলকে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে আটক করা হয়।

আটককৃত বাংলাদেশি নাগরিকদেরকে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১) (গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের করে সোপর্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/৫জুলাই/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :