২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্য বিজিএমইএর

প্রকাশ | ০৫ জুলাই ২০২২, ২১:৪৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই রোডম্যাপ ঘোষণা করা হয়। এ উপলক্ষে রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজিএমইএ-এর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। সভাপতিত্ব করেন বিজিএমইএ-এর সভাপতি ফারুক হাসান।

ফারুক হাসান বলেন, ‘সদ্যসমাপ্ত ২০২১-২২ অর্থবছরে পোশাক রপ্তানি হয়েছে ৪২ দশমিক ৬১ বিলিয়ন ডলার। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ৫০ বিলিয়ন ডলার রপ্তানি অর্জন করতে পারাটা অনেক বড় অর্জন।’

‘শিল্পের সক্ষমতা বাড়ানোর জন্য পণ্য বহুমূখীকরণ, বাজার বহুমূখীকরণ, ফাইবার বহুমূখীকরণ, দক্ষতা উন্নয়ন, ইনোভেশন ও টেকনোলজি আপগ্রেডেশনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।’ বলেন বিজিএমইএ সভাপতি।

ফারুক হাসান বলেন, ‘রপ্তানি বাড়ানোর লক্ষ্যে সাধারণ পোশাকের পাশাপাশি উচ্চ মূল্যের বা ব্যতিক্রমী পোশাক তৈরিতে কারখানার মালিকদের নিয়মিত উৎসাহ দেওয়া হচ্ছে।’

(ঢাকাটাইমস/০৫জুলাই/বিএস/কেএম)