এন্ড্রু কিশোরকে নিয়ে স্মৃতিকাতর কনকচাঁপা

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ জুলাই ২০২২, ১১:০৫

‘প্লেব্যাক সম্রাট’ খ্যাত গায়ক এন্ড্রু কিশোরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (বুধবার)। ২০২০ সালের ৬ জুলাই রাজশাহীতে ছোটবোনের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বহুদিন ধরে ক্যানসারে ভুগছিলেন আটটি জাতীয় পুরস্কার জেতা এই গায়ক।

প্রয়াত কিংবদন্তি এন্ড্রু কিশোরকে হারানোর দিনে তাকে নিয়ে স্মৃতিকাতর দেশের আরেক খ্যাতিমান শিল্পী কনকচাঁপা। এন্ড্রু কিশোরের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে সেই স্মৃতিচারণ তিনি তুলে ধরেছেন ফেসবুকের পাতায়।

একসঙ্গে বহু সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর ও কনকচাঁপা। পেয়েছেন শ্রোতাপ্রিয়তা। ফলে প্রিয় সহকর্মীকে হারানোর ক্ষত আজও তাজা বহু হিট গানের গায়িকা কনকচাঁপার অন্তরে। চলুন তবে দেখে আসি, তিনি এন্ড্রু কিশোরের স্মরণে কী লিখেছেন-

‘কিশোর দা, জীবনে কখনো ভাবিনি আপনাকে নিয়ে স্মৃতিচারণ করব! আপনি ছিলেন প্রাণশক্তির আধার! আমাদের আনন্দের ব্যাংক! আমাদের যেকোনো প্রশ্নের সমাধানের জীবন্ত বই, আমাদের সবার বিস্ময়, আনন্দের ফুলঝুরি!’

‘জীবনের প্রথম গান ‘ডাক দিয়েছেন দয়াল আমারে এএএএএ’ বলে যে টান দিলেন, সেই পানেই বোহেমিয়ান আপনি এগিয়ে যাচ্ছিলেন বুঝিনি কিশোর দা! যশোর জেলের ভেতরটা পরিদর্শন করতে গিয়ে বন্দিদের দেখে কাঁদতে গিয়ে আপনার চোখ রাঙ্গানি খেয়ে কান্নাটা যখন গিললাম, সেইদিন বুঝেছিলাম আপনি আমার আপন বড় ভাই।’

‘কিশোর দা, জানেন! গানের জগৎ আজকাল একদম অভিভাবক ছাড়া! এভাবে ছেড়ে গেলেন! আপনার কি এই জগতের প্রতি কোনো দায়িত্ব ছিল না? যাইহোক, দোয়া করি কায়মনোবাক্যে, স্রষ্টা আপনাকে শান্তি দিন। কিশোর দা’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি..।’

(ঢাকাটাইমস/০৬ জুলাই/এএইচ)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :