গরুর হাটে জায়েদ খান-হিরো আলম, যা বললেন ওমর সানী

প্রকাশ | ০৬ জুলাই ২০২২, ১১:৪১ | আপডেট: ০৬ জুলাই ২০২২, ১১:৫৯

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

দরজায় কড়া নাড়ছে ঈদুল আযহা। বুধবার ধরে আর মাত্র তিন দিন বাকি। কোরবানির ঈদকে কেন্দ্র করে সারাদেশের বাজার সয়লাব গরু-ছাগলে। তাদের মধ্যে আছে জায়েদ খান, হিরো আলমও। বাদ যায়নি পদ্মা সেতুও।

হ্যা, এগুলো সব গরুর নাম। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে অভিনেতা, খেলোয়ারসহ স্থপনার নাম দিয়ে বাজারে বিশাল বিশাল গরু তুলছেন অনেক খামারি। দামও হাঁকছেন মোটা অংকের। কিন্তু মানুষের নামে গরুর নাম কেন?

এই একই প্রশ্ন চিত্রনায়ক ওমর সানীরও। বিষয়টি নিয়ে তিনি ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন। মঙ্গলবার মধ্যরাতে এক পোস্টে তিনি লিখেছেন, ‘পবিত্র কোরবানির গরুর নাম কারও নামের সঙ্গে নামকরণ ঠিক নয়। ইসলামের সঙ্গে যায় না।’

‘চাঁদের আলো’ সিনেমার এই নায়কের পরামর্শ, ‘আফ্রিকাতে কিংবা বাংলাদেশে কিছু হায়েনা আছে, তাদেরকে ওই নামগুলো ট্রান্সফার করেন।’

বিগত বছরগুলো কোরবানির ঈদের আগে রোনালদো, মেসি, নেইমারদের মতো বিশ্বখ্যাত ফুটবল তারকাদের নামে বিশাল বিশাল গরু দেখা গেছে হাটে। তবে দেশি অভিনেতাদের নামে গরুর নাম এবারই প্রথম।

(ঢাকাটাইমস/০৬ জুলাই/এএইচ)