নুপুর শর্মাকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্যের জেরে আজমির শরিফের খাদেম আটক

প্রকাশ | ০৬ জুলাই ২০২২, ১২:৩৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

নবীজীকে কটূক্তিকারী নুপুর শর্মার মাথার বিনিময়ে নিজের বাড়ি দেওয়ার ঘোষণা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টের শঙ্কায় রাজস্থানের আজমির শরিফ দরগার এক খাদেমকে করেছে রাজস্থান পুলিশ।

এনডিটিভি জানায়, সম্প্রতি টেলিভিশনে নবীজীকে নিয়ে নুপুর শর্মা কটূক্তি করেন। তার এ মন্তব্যের জেরে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে কড়া প্রতিক্রিয়া হয়। পরে নুপুর শর্মাকে সাময়িক বরখাস্ত করে বিজেপি।

আজমির দরগার খাদেম সালমান চিশতী একটি ভিডিও প্রচার করেন। ভিডিওতে নুপুর শর্মার মাথার বিনিময়ে নিজের বাড়ি দেওয়ার ঘোষণা দেন। ওই ভিডিও প্রচার হলে সোমবার রাতেই রাজস্থান পুলিশের নিকট একটি অভিযোগ দায়ের করা হয়। তারপরই তাকে আটক করে রাজস্থান পুলিশ।

তবে ওই ভিডিওর সত্যতা নিশ্চিত করতে পারেনি বলে জানিয়েছে এনডিটিভি।

পিটিআই এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে জানায়, আটক খাদেমের বিরুদ্ধে অতীতে অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার  অভিযোগ রয়েছে। 

আজমির দরগাহ দেওয়ান জয়নুল আবেদিন আলী খান ভিডিওটির নিন্দা জানিয়েছেন। নুপূর শর্মাকে নিয়ে খাদেমের ভিডিওটি দরগাহর পক্ষ থেকে পাঠানো কোনো বার্তা নয় বলেও যোগ করেন তিনি।

সম্প্রতি নুপুর শর্মার বক্তব্যের জেরে কানইয়া লাল নামে এক হিন্দু দর্জিকে গলা কেটে হত্যা করা হয়। তারপর থেকে রাজস্থানে চাপা উত্তেজনা বিরাজ করছে। যেকোনো মুহূর্তে সংঘাত সৃষ্টির শঙ্কায় সতর্ক অবস্থায় রয়েছে রাজস্থান পুলিশ।

(ঢাকাটাইমস/০৬জুলাই/ আরআর)