বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত ৭টায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ জুলাই ২০২২, ১৩:২৬

আগামী ১০ জুলাই পবিত্র ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হলেও প্রধান জামাত হবে ৮টায়।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিন সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান।

আর দ্বিতীয় তথা প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী।

এছাড়া, ইসলামিক ফাউন্ডেশনের হাফেজ মাওলানা এহসানুল হক তৃতীয় জামাতের ইমাম থাকবেন।

বায়তুল মোকাররমের ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী চতুর্থ জামাতে ইমামতি করবেন।

পঞ্চম ও সর্বশেষ জামাতে ইমামতি করবেন বায়তুল মোকারমের পেশ ইমাম মাওলানা মুহিউদ্দিন কাসেম।

কোনো ইমাম পাঁচটি জামাতে অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মো. আব্দুল্লাহ।

(ঢাকাটাইমস/০৭জুলাই/ইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :