গরুর ট্রেন ছুটছে আজ, কাল পৌঁছবে ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৫:৪৭ | প্রকাশিত : ০৬ জুলাই ২০২২, ১৩:৩৮
ফাইল ছবি

ঈদুল আজহার বাকি আর মাত্র চারদিন। পবিত্র ঈদ উপলক্ষে রাজধানীতে বুধবার থেকে বসেছে কোরবানির অস্থায়ী পশুর হাট। আর এদিনেই হাটে ঢাকার বাইরে থেকে নির্বিঘ্নে ও স্বল্প খরচে গরু পরিবহনে রেলওয়ে চালু করছে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’।

এদিন বিকাল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে এই পশুর ট্রেন।

রেলওয়ে সূত্র জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি কাঁকনহাট, রাজশাহী, চাটমোহর, উল্লাপাড়া, বঙ্গবন্ধু সেতু (পশ্চিম), জয়দেবপুর, টঙ্গী হয়ে বৃহস্পতিবার ভোরে রাজধানীর তেজগাঁও পৌঁছাবে।

ক্যাটল স্পেশাল ট্রেন চলবে বুধ, বৃহস্পতি ও শুক্রবার। তবে প্রয়োজন হলে তা বাড়ানো হতে পারে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার জানান, এ ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় একটি গরু আনতে খরচ পড়বে ৫৯১ টাকা ৪০ পয়সা। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত প্রতি ওয়াগনের ভাড়া ১১ হাজার ৮৯০ টাকা। একটি ওয়াগনে ২০টি পশু বহন করা যাবে। একটি ক্যাটল ট্রেনে তিন শতাধিক পশু পরিবহন করা যাবে।

(ঢাকাটাইমস/০৬জুলাই/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :