চাঁপাইনবাবগঞ্জে মসলায় রং-চালের গুঁড়া মেশানোর দায়ে জরিমানা

প্রকাশ | ০৬ জুলাই ২০২২, ১৪:১৩ | আপডেট: ০৬ জুলাই ২০২২, ১৫:৪১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

চাঁপাইনবাবগঞ্জে গুঁড়া মসলায় নিষিদ্ধ দ্রব্য, রং এবং চালের গুঁড়া মিশিয়ে বিক্রির দায়ে তরিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার সকালে শিবগঞ্জ উপজেলার নরেন বাজার এলাকার অভিযান চালিয়ে নিষিদ্ধ ভেজাল গুঁড়া মসলা জব্দ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) সহকারী পরিচালক উসমান গনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে শিবগঞ্জের নরেন বাজার এলাকায় তরিকুল ইসলাম নামে এক ব্যক্তির মিলে গুঁড়া মসলায় নিষিদ্ধ দ্রব্য, রং ও চালের গুড়া মিশ্রণ করে বিক্রি করছে।

এই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই গুঁড়া মসলার মিলে নিষিদ্ধ দ্রব্য ও রং মেশানেরা গুঁড়া মসলা জব্দ করা হয়।

এ ঘটনায় তরিকুল ইসলামকে ভোক্তা অধিকার আইনের ৪২ ধানায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দকৃত ভেজাল গুঁড়া মসলাগুলো ধ্বংস করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর কোব্বত আলীসহ শিবগঞ্জ থানা পুলিশের একটি দল।

(ঢাকাটাইমস/৬জুলাই/এসএ)