দুই সেটে পিছিয়ে পড়েও সেমিতে জোকোভিচ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ জুলাই ২০২২, ১৫:৪৫

উইম্বলডন ওপেনের সেরা আটের লড়াইয়ে জ্যানিক সিনারের কাছে প্রথম দুই সেট হেরে বাদই পড়ে যাচ্ছিলেন নোভাক জোকোভিচ। কিন্তু শেষ তিন সেটে দুর্দান্ত প্রত্যাবর্তন সার্বিয়ান তারকার। শেষ তিন সেটের প্রত্যেকটিতে জিতে ৩-২ সেটে সিনারকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করলেন জোকোভিচ।

বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ১০ নম্বরে থাকা তারকাকের বিপক্ষে খেলতে নেমে সমর্থকদের হতাশ করে জোকোভিচ। প্রথম সেটে জ্যানিক সিনারের কাছে ৭-৫ গেম পয়েন্টে হেরেছেন তিনি। দ্বিতীয় সেটেও ঘুরে দাঁড়াতে পারেননি র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা জোকোভিচ। এবার ৬-২ গেম পয়েন্টে হারলে ২-০ সেটে এগিয়ে যান ২০ বছর বয়সী সিনার।

প্রথম দুই সেট হেরে ম্যাচ থেকে অনেকটা ছিটকেই যান ২০বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা টেনিসার। শেষ তিন সেটের মধ্যে একটি হারলেই খেলা তখই শেষ হয়ে যেত। কিন্তু হার মানার পাত্র নয় জোকোভিচ।

ম্যাচের তৃতীয় সেটে তুলে নেন প্রথম জয়। এবার ৬-৩ গেম পয়েন্টে সিনারকে পরাজিত করেন জোকোভিচ। এরপর আর হারের মুখ দেখতে হয়নি সার্বিয়ান এই তারকাকে। চতুর্থ সেটে ৬-২ গেম পয়েন্টে জিতে ২-২ সেটে সমতায় ফেরেন তিনি। তাই ম্যাচের পঞ্চম ও শেষ সেটটি ছিল জয় নির্ধারণী। শেষ সেটে ৬-২ ব্যবধানে জিতে সেরা চারে জায়গা নিশ্চিত করেন ৩৫ বছর বয়সী জোকোভিচ।

সেরা চারের লড়াইয়ে ব্রিটিশ তারকা টেনিসার ক্যামেরন নরির বিপক্ষে লড়বেন নোভাক জোকোভিচ। সেমিফাইনালে উঠার লড়াইয়ে বেলজিয়ান তারকা ড্যাভিড গোফিনের বিপক্ষে ৬-৩, ৫-৭, ৬-২, ৩-৬ ও ৫-৭ সেটে জিতে সেরা চারে নিজের অবস্থান নিশ্চিত করেছেন নরি।

(ঢাকাটাইমস/০৬জুলাই/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :