সুরক্ষাসেবা বিভাগের সচিব হলেন আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী
প্রকাশ | ০৬ জুলাই ২০২২, ১৮:৩২
জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকাটাইমস

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন একই বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরীকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে তাঁকে সুরক্ষাসেবা বিভাগে পদায়ন করা হয়েছে।
(ঢাকাটাইমস/০৬জুলাই/এএ/ইএস)