দুর্ভোগ কেটেছে সুরেশ্বরের লঞ্চ যাত্রীদের, প্রশংসায় ভাসছেন উপমন্ত্রী শামীম

প্রকাশ | ০৬ জুলাই ২০২২, ১৮:৫৬ | আপডেট: ০৬ জুলাই ২০২২, ১৮:৫৭

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

আর মাত্র কয়েকটি দিন পরে পবিত্র ঈদুল আজহা। এতো দিন ঈদযাত্রায় ঢাকা থেকে সুরেশ্বর কিংবা সুরেশ্বর থেকে ঢাকাগামী যাত্রীদের ভোগান্তি ছিল লঞ্চ টার্মিনালে। লঞ্চঘাটের রাস্তা ছিল মাটির। একটু বৃষ্টিতেই কাদামাটিতে চলাচল অনুপযোগী হয়ে পড়তো রাস্তাটি। এই ভোগান্তি দূর হয়েছে উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের উদ্যোগে। আর এজন্য এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন তিনি।

এলাকাবাসী জানান, লঞ্চের যাত্রীদের জন্য তেমন কোনো বসার জায়গা ছিল না। লঞ্চের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হতো ঘণ্টার পর ঘণ্টা। ভোগান্তির শিকার হতেন যাত্রীরা।  

লঞ্চের যাত্রীদের সুবাধার্থে পানি সম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীম গড়ে তুললেন যাত্রী ছাউনি। লঞ্চ টার্মিনাল থেকে শুরু করে প্রধান রাস্তার সঙ্গে গড়ে তুললেন পাকা রাস্তা। উপমন্ত্রীর এই উদ্যোগে আনন্দিত স্থানীয়রা। মানুষের প্রশংসায় ভাসছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও শত শত পোস্টে উপমন্ত্রীর প্রশংসা করছেন এলাকাবাসী।

লঞ্চে ঢাকা থেকে আসা আছিয়া বেগম বলেন, ‘আমি লঞ্চে করে ঢাকা থেকে বাড়ি এলাম ঈদ করতে। লঞ্চ যখন ভিড়ছে তখন বৃষ্টি হচ্ছিল। সুরেশ্বর লঞ্চ ভিড়ার সঙ্গে সঙ্গে আমি আমার পায়ের জুতা খুলে হাতে নেই। কারণ লঞ্চ থেকে নামলেই বৃষ্টিতে কাদা হয়ে যায়। জুতা পায়ে হাঁটা যায় না। পিছলা খেয়ে পড়ে যেতে পারি। কিন্তু ঘাটে লঞ্চ ভিড়ার পরে দেখলাম কোনো কাদা নাই। পাকা করে দিয়েছে। আবার দেখলাম আমাদের জন্য উপমন্ত্রী শামীম সাহেব যাত্রী ছাউনিও বানিয়ে দিয়েছেন। আমি তার জন্য দোয়া করি।’

লঞ্চ ঘাটে আসা বৃদ্ধ হাশেম বেপারী বলেন, ‘আমাগো জীবন ধন্য। আগে যে আমাগো এমপি ছিল হেয় এতো বেশি উন্নয়ন করে নাই এলাকার। আর শামীম সাহেবে এমপি হওয়ার সঙ্গে সঙ্গে তেলেসমাতি কান্ড ঘটাইয়া দিছে। বেড়ি বাঁধ দিছে, এহন আর নদী ভাঙে না। বিদ্যুৎ দিছে, হাসপাতাল দিছে, কতো কিছু করছে আমাগো লাইগা।’

হাশেম বেপারী বলেন, ‘কয়দিন ধইরা সুরেশ্বর আহি না। গাদলা বৃষ্টি হয়। সুরেশ্বর লঞ্চ ঘাটের দিকে আইসা বৃষ্টির মধ্যে কতো পিছলা খাইয়া পইড়া কাপড় চোপড় লুদাইয়া লাইছি। আমার মেয়ে আইছে ঢাকা থেকে লঞ্চে কইরা। অরে লঞ্চ ঘাটে আইছি আগাইয়া নিতে। আইয়া দেহি লঞ্চঘাট আগের লঞ্চঘাট নাই। যাত্রীদের বসার লাইগা ছাউনি দিছে। আর কাদামাডিও নাই। পুরা মেইন রাস্তা পর্যন্ত পাকা কইরা দিছে।’

(ঢাকাটাইমস/০৬জুলাই/কেএম)