পহেলা আগস্ট থেকে সুপ্রিম কোর্টে ইলেক্ট্রনিক পদ্ধতিতে হাজিরা

প্রকাশ | ০৬ জুলাই ২০২২, ২০:৫০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

পহেলা আগস্ট থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ইলেক্ট্রনিক পদ্ধতিতে হাজিরা দিতে হবে।

এ জন্য ১৮ জুলাই থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আঙ্গুলের ছাপ আপিল বিভাগের তথ্য প্রযুক্তি শাখায় নেওয়া হবে।

বুধবার আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সু্প্রিম কোর্ট, আপিল বিভাগে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী চলতি বছরের পহেলা আগস্ট থেকে কর্মস্থলে আসা এবং যাওয়ার সময় ইলেক্ট্রনিক পদ্ধতিতে হাজিরা প্রদান করবেন।

 

 

বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, ইলেক্ট্রনিক পদ্ধতিতে হাজিরা প্রদান কার্যকর করার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের আঙ্গুলের ছাপ আগামী ১৮ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত আপিল বিভাগের তথ্য-প্রযুক্তি (আইটি) শাখায় গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/০৭জুলাই/ইএস)