গ্লাসের দরজা ভেঙে দোকানে ঢুকে পড়ল কোরবানির গরু

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ জুলাই ২০২২, ১৮:২১

মাত্র দোকানের কর্মচারী সীমা চা হাতে ধরিয়ে দিয়েছেন পরিচালক রত্না খাতুনের। তিনি চায়ের কাপ ঠোঁটে পুড়বেন, এমন সময় হঠাৎ যেন তার চোখ ছানাবড়া হয়ে গেল। একটি লাল ধূসর রঙের গরু গ্লাসের দরজা ভেঙে দুরুম করে ঢুকে পড়লো তার দোকানে। এরপর এক লাফে শোকেসের উপর।

ঘটনাটি ঘটেছে বগুড়া সদর উপজেলার ধরমপুরে বুধবার সন্ধ্যায় ‘জাফরিন কালেকশন’ নামে একটি দোকানে। গরুর এমন কাণ্ডে দোকানে থাকা দু’জন নারী সামান্য আঘাত পেয়েছেন।

বগুড়া সদর উপজেলার ধরমপুর এলাকার মনছুর আলী বুধবার সন্ধ্যায় মহাস্থান হাট থেকে কোরবানির জন্য একটি গরু কিনে ভটভটিতে করে বাড়িতে নিয়ে আসেন। ভটভটি থেকে নামানোর সময় হঠাৎ গরুটির দড়ি ফসকে যায়। এ সময় ওই গরু ভয় পেয়ে এদিক-সেদিক ছোটাছুটির এক পর্যায়ে ‘জাফরিন কালেকশন’ নামে ওই দোকানের গ্লাসের দরজা ভেঙে ঢুকে পড়ে। এ সময় দোকানে থাকা দুজন নারী গরু দেখে চিৎকার শুরু করে। এতে গরুটি ভয় পেয়ে লাফ দিয়ে শো-কেসের ওপর উঠে। ফলে সেটিও যায়। এছাড়া গরুটি শিং এবং পা দিয়ে দোকানের আরো কিছু জিনিসপত্র ভাঙচুর করে।

জাফরিন কালেকশনের স্বত্ত্বাধিকারী রিন্টু মিয়া জানান, তিনি ও তার স্ত্রী রত্না খাতুন দু’জনে মিলেই দোকানটি পরিচালনা করেন। ঘটনার সময় তার স্ত্রী এবং সীমা নামে এক কর্মচারী ছিল দোকানে। তিনি পাশেই ছিলেন হঠাৎ করে দোকানের ভেতর থেকে চিৎকার শুনে তিনি গিয়ে দেখেন গরু দোকানে ভেতর ঢুকে সবকিছু ভেঙে ফেলেছে। এরপর দোকানে থাকা তার স্ত্রী ও কর্মচারীকে তিনি চিৎকার থামাতে বললে কিছুক্ষণ পর গরুটি শান্ত হয়। এসময় আশপাশ থেকে আরো কয়েকজন লোক এসে গরুটিকে দোকান থেকে বের করে। পরে গরুটিকে তার মালিক মনছুর আলীকে দিয়ে দেয়া হয়।

তিনি বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। তবে এ ঘটনায় তার ৪৫ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে।

রত্না খাতুন বলেন, মাত্র সীমা আমাকে চা দিয়েছে। আমি চা খাব। এমন সময় গরুটি গ্লাসের দরজা ভেঙে ভেতরে ঢুকে। এ সময় গরুটি ভেতরে ঢুকে লাফালাফি করতে শুরু করে। আমরা চিৎকার করতে থাকি। আমি ও দোকানের কর্মচারী সীমা আঘাত পেয়েছি।

(ঢাকাটাইমস/০৭জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :