নিষেধাজ্ঞা মানছেন না মোটরসাইকেল চালকরা

প্রকাশ | ০৮ জুলাই ২০২২, ২১:০০

এম. মনিরুজ্জামান, রাজবাড়ী

যৌক্তিক কারণ ছাড়া ঈদের আগে-পরে ৭ দিন এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চালানো যাবে না। এ ছাড়া মহাসড়কে বন্ধ থাকবে রাইড শেয়ারিং। এমন নির্দেশনা দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। কিন্তু এই নির্দেশনা মানছে না মোটরসাইকেল চালক ও রাইড শেয়ারিংরা। মহাসড়কে কোন রকম আইনি ঝামেলা ছাড়াই তারা চলাচল করছেন নির্বিঘ্নে।

অন্যদিকে অনেক আগে থেকেই উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচলের উপর। সেটিও মানছে না কেউ।

শুক্রবার সকালে সরেজমিন ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর অংশে এমনই চিত্র চোখে পড়েছে। কোন রকম ঝামেলা ছাড়াই এই মহাসড়কটি দাপিয়ে বেড়াচ্ছে মোটরসাইকেল।

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে কিভাবে মহাসড়কে থ্রি-হুইলার চালাচ্ছেন এমন প্রশ্ন করলে কোন চালকই কথা বলতে রাজি হননি।

সরেজমিন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে মহাসড়কে দেখা যায়, সরকারি নিষেধ অমান্য করে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে ঢাকা ছেড়ে গ্রামে ফিরছেন সপরিবারে মোটরসাইকেল চালকেরা। প্রতিটি মোটরসাইকেলেই রয়েছে একজন করে আরোহী। আবার অনেক মোটরসাইকেলে রয়েছেন নারী ও শিশু। জীবনের ঝুঁকি নিয়েই গ্রামে ফিরছেন তারা।

একাধিক মোটরসাইকেল চালক বলেন, সরকার যে নির্দেশনা দিয়েছেন সেটা আমাদের মেনে চলা উচিত। কিন্তু কি করব- বলেন। গ্রামে তো ফিরতেই হবে। এ সময় তারা স্বীকার করেন মহাসড়কে বাইক চালানো অনেক ঝুঁকি থাকে।

আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলার কোন সুযোগ নেই। এ বিষয়ে আমরা জিরো টলারেন্সে রয়েছি। বৃহস্পতিবারও বেশ কিছু মাহেন্দ্রার বিরুদ্ধে মামলা করেছি। মাহেন্দ্রার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

তাহলে আজ কিভাবে চলছে এমন প্রশ্ন করলে তিনি বলেন, চলার তো কথা না। আজও দুইটি টিম কাজ করছে। বিষয়টি আমি দেখছি।

(ঢাকাটাইমস/০৮জুলাই/এলএ)