ঈদের আগের দিন নদীতে ডুবে সন্তানের মৃত্যু, মা-বাবার আর্তনাদ

প্রকাশ | ০৯ জুলাই ২০২২, ২১:০৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস

ঈদুল আজহার আগের দিন দুপুরে নদীতে ডুবে সন্তানের মৃত্যুতে বুক ফাটা আর্তনাদ করছে মা-বাবা। তাদের কান্নায় আকাশ-বাতাস যেন ভারী হয়ে আসছে।

শনিবার চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে গোসলে করতে নেমে ডুবে চার বছরের শিশুর মৃত্যুতে এমনই অবস্থার সৃষ্টি হয়েছে। মা-বাবার আদরের এই শিশুটির নাম আশিক হোসেন (৪)। সে উপজেলার সিএন্ডবিপাড়ার রতন আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে অন্য বাচ্চারের সঙ্গে গোসল করতে পার্শ্ববর্তী মাথাভাঙ্গা নদীতে যায় আশিক। সে সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জেনেছি। বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশের এক দল পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৯জুলাই/এআর)