পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের ঈদুল আজহা উদযাপন

রনি মোহাম্মদ (লিসবন-পর্তুগাল), ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ জুলাই ২০২২, ২১:৩৪

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমার মধ্য দিয়ে পর্তুগালের রাজধানী লিসবন ও বাণিজ্যিক বন্দর নগরী শহর পোর্তো, পর্যটন ও কৃষি সমৃদ্ধ শহর আলগ্রাব, ওডিমিরা, স্থাপত্য নগরী কোইমব্রায়সহ বিভিন্ন শহরে পালিত হলো ঈদুল আজহা।

বাংলাদেশি অধ্যুষিত পর্তুগালের লিসবনের মাতৃ মনিজ পার্কের মাঠে প্রবাসী বাংলাদেশিদের ঈদের বড় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় প্রবাসী বাংলাদেশিসহ পর্তুগালের লিসবনে বসবাসরত ভারত, পাকিস্তান, মধ্যে এশিয়া, আফ্রিকা, মধ্য প্রাচ্য সহ পশ্চিমা বিশ্বের ধর্মপ্রাণ প্রায় ১০ হাজারের মতো মুসল্লী। লিসবন বাইতুল মোকাররম জামে মসজিদের খতিব মাওলানা অধ্যাপক আবু সায়িদ ঈদ উল আজহার জামাত পরিচালনা করেন। নামাজ পূর্বে ঈদ উল আজহার তাৎপর্য নিয়ে বয়ান করেন মাওলানা ইব্রাহিম মোল্লা। পর্তুগাল বাংলাদেশ কমিনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

এছাড়াও পর্তুগালের বাণিজ্যিক বন্দর নগরী ও বাণিজ্যিক শহর পোর্তোয় এই প্রথম বারের মতো বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সার্বিক সহযোগিতায় মেট্রো এিনিদাদের মাঠে খোলা আকাশের নীচে সকাল ৯ টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। এ সময় পোর্তোর বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দসহ ঈদের জামাতে পোর্তোয় বসবাসরত বাংলাদেশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

এছাড়াও ঈদ জামাত গুলোতে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি আফ্রিকা এবং পশ্চিমা বিশ্বের বিভন্ন দেশের অন্যান্য কমিউনিটির ধর্মাবলম্বী মুসলমানদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। রং-বেরঙের বাহারি পোশাক,পাঞ্জাবি গায়ে ঈদের নামাজ আদায় করেন বিভিন্ন দেশের মানুষ। এর ফলে ঈদগায়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।

লিসবনের সেন্ট্রাল জামে মসজিদের আয়োজনে রোমার খেলার মাঠে দুইটি, ওধিবিলাস ঈদগাহ একটি, ওধিবিলাস জামে মসজিদে দুইটি, আমাদোরার জামে মসজিদ, রিবাইরালো বাংলাদেশি জামে মসজিদ, লংগাইরা-আলমোগরাভ, আলগ্রাবে বাঙ্গালি অধ্যুষিত এলাকায় একটি, ওডিমিরার মিলফন্টেসের খেলার মাঠে ও জামে মসজিদে একটি, কাসকাইস বাংলাদেশি জামে মসজিদের আয়োজনে জোন্তার সামনের খোলা মাঠে একটি, কোইমব্রা জামে মসজিদে একটি ঈদের জামাতসহ পর্তুগালের বিভিন্ন শহরের আশ-পাশের বিভিন্ন মসজিদেও উল্লেখযোগ্য বিপুল সংখ্যক মুসলমান ঈদ উৎসব পালন করেন।

(ঢাকাটাইমস/৯জুলাই/এআর)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :