ফ্রান্সে ঈদুল আজহা উদযাপন

ইকবাল মোহাম্মদ জাফর, ফ্রান্স
 | প্রকাশিত : ১০ জুলাই ২০২২, ১৬:১১

ব্যাপক আনন্দ উৎসবের মধ্য দিয়ে পশ্চিম ইউরোপের দেশ ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। ঈদ উপলক্ষে রাজধানী প্যারিসের বাঙালি মুসলিম কমিউনিটির মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। রবিবার সকাল থেকে দলে দলে লোকজন ঈদের নামাজ আদায়ের জন্য মসজিদ এবং খোলা ময়দানের দিকে ছুটে গেছেন।

রাজধানী প্যারিসের নিকটবর্তী বাঙালি অধ্যুষিত এলাকা ওভারভিলিয়ে, পান্তা, লা-করণব, মেট্রো হোস, ইস্তা, সারসেলে সকাল থেকে দুপুর পর্যন্ত একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামে মসজিদ ওভারভিলিয়েতে সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছয়টি, বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামী সেন্টার ইস্তায় সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত তিনটি, মেট্রো হোস জিমনেসিয়ামে ৮টা থেকে ৯টা পর্যন্ত দুইটি, পান্তা জিমনেসিয়ামে সকাল ৯টায় একটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া সারসেলসহ বিভিন্ন এলাকায় খোলা ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। রাজধানী প্যারিস‌ ছাড়াও বিভিন্ন মুসলিম অধ্যুষিত শহরে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।

(ঢাকাটাইমস/০৭জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :