নাটোরে ট্রাকের ধাক্কায় মিষ্টান্ন ব্যবসায়ী নিহত

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১১ জুলাই ২০২২, ১২:৩৮ | প্রকাশিত : ১১ জুলাই ২০২২, ১১:৫৪

নাটোরের সিংড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে হাবিবুর রহমান (৪০) নামে এক মিষ্টি ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের বাসুয়া জোড়ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী হাবিবুর রহমান উপজেলার ইটালী ইউনিয়নের কুমগ্রামের হুসেন আলীর ছেলে। এসময় সিএসজি চালক গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সকালে সিংড়া উপজেলার কলম বাজার থেকে দুধ কিনে সিএসজি যোগে বাড়ি ফিরছিলেন মিষ্টি ব্যবসায়ী হাবিবুর রহমান। পথিমধ্যে নাটোর-বগুড়া মহাসড়কের বাসুয়া জোড়ব্রিজ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়।

পরে আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আহত ব্যবসায়ী হাবিবুর রহমানকে মৃত ঘোষণা করেন। আর আহত সিএসজি চালক সুদেব চন্দ্র (৪০) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

সিংড়া থানার ওসি তদন্ত মো. রফিকুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/১১জুলাই/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :