পদ্মা সেতুতে পিকআপ উল্টে নিহত ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ জুলাই ২০২২, ১১:০১ | প্রকাশিত : ১৮ জুলাই ২০২২, ০০:১২

পদ্মা সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে অক্সিজেন সিলিন্ডারবোঝাই একটি পিকআপ উল্টে দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো তিনজন আহত হন।

রবিবার রাত ১০টার দিকে সেতুর মুন্সিগঞ্জ অংশে ১৩নং পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- রাজু খন্দকার ও কাউসার।

এদিকে গুরুতর অবস্থায় নারী, শিশুসহ তিনজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

পদ্মা সেতুর উত্তর থানার ওসি আলমগীর হোসেন এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, পদ্মা সেতু হয়ে শরীয়তপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল অক্সিজেন সিলিন্ডারবোঝাই পিকআপটি। পথে সেতুর ১৩নং পিলারের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। পরে হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আসাদুজ্জামান জানান, পদ্মা সেতুতে দুর্ঘটনায় মোট পাঁচজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে ঘটনাস্থলেই দুজনের মৃত্য হয়েছে। অপর তিনজন শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৮জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :