জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে মানিকছড়িতে সভা

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুলাই ২০২২, ১৬:৪০

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা করেন মৎস্য কর্মকর্তা প্রনব কুমার সরকার।

এসময় সপ্তাহব্যাপী কর্মসূচি তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। ২০২০-২১ অর্থবছরে মাছ উৎপাদনে লক্ষ্যমাত্রা নির্ধারণ ছিল ৪৫ দশমিক ৫২ লাখ মেট্রিক টন। এর মধ্যে উৎপাদন হয়েছে ৪৬ দশমিক ২১ লাখ মেট্রিক টন।

এবার মৎস্য সপ্তাহ উদযাপনে সাত দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনে ২৪ জুলাই আলোচনা সভা ও উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।

তিনি জানান, পর্যায়ক্রমে প্রান্তিক মৎস্যচাষীদের সঙ্গে মতবিনিময় সভা, মাছ চাষে পরামর্শ, পানি পরীক্ষা, কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে।

‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত দেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ।

(ঢাকাটাইমস/২৩জুলাই/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :