ঝিনাইগাতীতে কারেন্ট জাল জব্দ

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জুলাই ২০২২, ১৯:২৫

শেরপুরের ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে এক হাজার ২৫০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য এক লাখ টাকা।

উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ঝিনাইগাতী সদর ইউনিয়নের গজারমারী ও ধলী বিলে এসব জাল দিয়ে মাছ ধরা হয়। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করা হয়। পরে উপজেলা পরিষদের পাশে আগুনে পুড়িয়ে সেগুলো ধ্বংস করা হয়।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, মৎস্য অধিদপ্তরের ফিল্ড সহকারী গোলাপ হোসেন, এমরান হোসেনসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৬জুলাই/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :