লালমনিরহাটে জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশ | ২৮ জুলাই ২০২২, ১৫:৩৮ | আপডেট: ২৮ জুলাই ২০২২, ১৫:৪১

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

লালমনিরহাটে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত মেহেদি সাদ্দাম হোসেন সবুজের বাড়ি জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নে। তিনি আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আকমল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, রংপুর র‌্যাব-১৩ কর্মকর্তা মেজর আরমিন রাব্বিসহ সঙ্গীয় ফোর্স গত ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর উপজেলার ভোটমারী এলাকায় অভিযান চালিয়ে মেহেদিকে আটক করে।

এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলিসহ নিষিদ্ধঘোষিত উগ্রবাদী ও জঙ্গিবাদী বই উদ্ধার করা হয়।

এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর র‌্যাব-১৩-এর এসআই সুধীর বিক্রম কালীগঞ্জ থানায় দুটি মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত তাকে সাজা দিয়েছেন।

এ বিষয়ে মেহেদির বাবা মোস্তাফিজার রহমান ছেলেকে নির্দোষ দাবি করে বলেন, ‘আমার ছেলে নির্দোষ। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আমি আপিল করব।’

 

মামলার বিষয়ে কোর্ট উপপুলিশ পরিদর্শক মো. মুসা মিয়া বলেন, ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অপরাধে সন্ত্রাস দমন আইনের ৬(২) ধারায় ১৪ বছর এবং অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।’

(ঢাকাটাইমস/২৮জুলাই/এআর)