করোনায় আরও চার মৃত্যু, শনাক্ত ৬১৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জুলাই ২০২২, ১৮:২০
ফাইল ছবি

দেশে ২৪ ঘণ্টায় আরও চারজন করোনা রোগী মারা গেছেন। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৬১৮ জনের দেহে।

আজ বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

তাতে বলা হয়, বৃহস্পতিবার সকাল আটটার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৯ হাজার ৩৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৬ দশমিক ৬২। আগের দিন এ হার ছিল ৬ দশমিক ৮৩।

দেশে করোনা সংক্রমণে এখন পর্যন্ত মোট ২৯ হাজার ২৮৪ জন মারা গেছেন। মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৪ হাজার ১৮৮ জনের দেহে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪০ হাজার ৮৩ জন।

২৪ ঘণ্টায় যে চারজন মারা গেছেন, তাদের মধ্যে তিনজন চট্টগ্রামের ও একজন ঢাকা বিভাগের বাসিন্দা।

দেশে চলতি বছরের শুরুর দিকে করোনায় মৃত্যু শূন্যতে নেমে এসেছিল। শনাক্তের হার নেমেছিল এক শতাংশের নিচে। কিন্তু জুন মাস থেকে আবার বাড়তে থাকে করোনা সংক্রমণ। এ ঢেউয়ে সংক্রমণের হার ১৪ শতাংশের কাছাকাছি চলে গিয়েছিল। সেখান থেকে আবার কমে আসছে সংক্রমণ।

বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনার মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

(ঢাকাটাইমস/২৮জুলাই/মোআ)

সংবাদটি শেয়ার করুন

করোনাভাইরাস বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা