দৌলতদিয়ার পদ্মায় ধরা পড়ল ২৭ কেজির বাঘাইড়

প্রকাশ | ২৮ জুলাই ২০২২, ২১:১৬

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস

রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ২৭ কেজি ওজনের একটি বাঘাইর মাছ। মাছটি ৩৫ হাজার ৭৫০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর নিকট বিক্রি করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে দৌলতদিয়া ৭নং ফেরিঘাটের অদূরে স্থানীয় জেলে নিমাই হালদারের জালে মাছটি ধরা পড়ে। 

সকালে মাছটি দৌলতদিয়া ফেরিঘাটে আনা হলে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি ১ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ৩৩ হাজার টাকা দিয়ে কিনে নেন। 

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মোবাইলে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর নিকট মাছটি তিনি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে সর্বমোট ৩৫ হাজার ৭৫০ টাকায় বিক্রি করেন।

গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, পদ্মা নদীতে মাঝেমধ্যে বড় বড় মাছ ধরা পড়ে। এটা শুধু জেলেদের নয়, এই অঞ্চলের জন্য অনেক সুখবর। তবে বাঘাইড় মাছ শিকারে নিষেধাজ্ঞার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট পরিপত্র না থাকায় তেমন কিছু করতেও পারছি না। তবে জেনেছি, এটা বিপন্ন প্রজাতির মাছ। এ বিষয়ে আরও খোঁজ-খবর নিয়ে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২৮জুলাই/এলএ)