চাঁপাইনবাবগঞ্জে ধূমপান করায় তিন স্কুলছাত্র বহিষ্কার

প্রকাশ | ২৮ জুলাই ২০২২, ২১:২০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি মডেল হাই  স্কুলের ৬ষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ধূমপান করার দায়ে শ্রেণি কক্ষের কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্কুলের প্রধান শিক্ষক সাইফুল মালেক স্বাক্ষরিত একটি নোটিশে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কারকৃত শিক্ষার্থীরা হলো- শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির রহিম, সোহান ইসলাম ও নিরব আলী।

শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তারা ৬ষ্ঠ শ্রেণির ৩ শিক্ষার্থী। ধূমপান করার দায়ে তাদের ধূমপান বিষয়টি প্রমাণিত হওয়ায় শ্রেণি কক্ষের কার্যক্রম থেকে তিনজনকে সাময়িক বহিষ্কার করা হয়।

তিনি আরো জানান, শিক্ষার্থীরা ধূমপান করতে করতে মাদকসহ বড় বড় ক্রাইমের সাথে জড়ির পড়ছে। সেদিকে বিবেচনা করে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। যাতে অন্য কোন শিক্ষার্থী এ ধরনের কার্যকালাপের সাথে জড়িয়ে না পড়ে। সচেতনতার জন্য মূলত এ কাজটি করা হয়।

এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষার কর্মকর্তার সাথে একাধিকবার মোবাইলে যোগাযোগ করা হলে তিনি মোবাইল রিসিভ করেননি।

(ঢাকাটাইমস/২৮জুলাই/এলএ)