দেশে পৌঁছেছে শিশুদের ফাইজারের টিকা, প্রয়োগ আগস্টে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জুলাই ২০২২, ১৫:৫৭

পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ১৫ লাখের বেশি ফাইজারের করোনার টিকা ঢাকায় পৌঁছেছে। আগস্ট মাসে এসব টিকা দেয়া হবে। ফাইজার বায়োএনটেক কোম্পানি এসব টিকা বিশেষভাবে তৈরি করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সূত্রে জানা গেছে, আজ সকালে ফাইজারের ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে।

এসব টিকা প্রয়োগের সময়সূচি প্রসঙ্গে সরকারের টিকা বিতরণ কর্মসূচির সদস্যসচিব ডা. সামসুল হক বলেন, ‘আগস্ট মাসে এসব টিকাদান শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে টিকা দেওয়ার দিনক্ষণ ঠিক করা হবে।’

করোনাভাইরাসের টিকা বের হওয়ার পরেই দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে টিকাদান শুরু করে সরকার। পরে সেটি কমিয়ে ৭০ শতাংশে নামিয়ে আনা হয়। ইতিমধ্যে প্রায় ১৩ কোটি মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। পরিধি বাড়াতে প্রাপ্ত বয়স্কদের পাশাপাশি ১২ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের পর এবার ৫ থেকে ১১ বছর বয়সীদেরও টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জন্মনিবন্ধন দিয়ে সুরক্ষা অ্যাপে নিবন্ধনের মাধ্যমে টিকা নিতে হবে।

(ঢাকাটাইমস/৩০জুলাই/এমএইচ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

করোনাভাইরাস বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা