উন্নয়নের নামে দেশবাসীকে হারিকেন ধরিয়ে দিয়েছে সরকার: দুদু

প্রকাশ | ৩১ জুলাই ২০২২, ১৭:৫৪ | আপডেট: ৩১ জুলাই ২০২২, ১৮:৩৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বর্তমান সরকার উন্নয়নের নামে জাতির হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

রবিবার দুপুরে সারাদেশে লোডশেডিংয়ের প্রতিবাদে মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের সার্বিক অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করে শামসুজ্জামান দুদু বলেন, ‘সত্যটা জাতির সামনে প্রকাশ করুন। দেশের অবস্থা ভালো না এটা আপনিও জানেন আমরাও জানি। জাতির হাতে উন্নয়নের নামে হারিকেন ধরিয়ে দিয়েছে সরকার। তারা অন্ধকার যুগে দেশবাসীকে নিয়ে গেছে। তাদের (আওয়ামী লীগকে) ক্ষমতার নেশায় পেয়ে বসেছে।’

সরকারের উদ্দেশে শামসুজ্জামান দুদু বলেন, ‘মহাবিপর্যয়ের আগে বিরোধীদলের কথা শুনুন। কেয়ারটেকার ফিরিয়ে আনুন। মানুষের অধিকার ফিরিয়ে দিন। দেশের জন্য জনগণের জন্য সবার জন্য ভালো হবে।’’

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘পাকিস্তানের অবস্থা খারাপ। শ্রীলংকা ইতিমধ্যে ডুবেছে। বিশ্বের অনেক দেশ অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে। পাশের দেশ কেউ ভালো নেই।  যে  দুর্নীতি দেশে হয়েছে তা গত ৫০ বছরে কেউ দেখেনি। পাচারকৃত অর্থ যদি ফেরত আনা যেত তাহলে এই বিপর্যয়ের হাত থেকে দেশ কিছুটা হলেও রক্ষা পেত।এই পাচারের সঙ্গে কারা জড়িত? যারা ক্ষমতাবান তারা জড়িত।’

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন শাহজাহান খান। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন, রিপন মল্লিকসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/৩১জুলাই/এমএইচ)