আজ থেকে কলেরা টিকার দ্বিতীয় ডোজ, পাবে কোন কোন এলাকা?

প্রকাশ | ০৩ আগস্ট ২০২২, ১০:৩৬ | আপডেট: ০৩ আগস্ট ২০২২, ১১:৪১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর পাঁচ এলাকায় আজ থেকে দেয়া হচ্ছে কলেরার টিকার দ্বিতীয় ডোজ। ১০ আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে। টিকা দেয়া হবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও ৯ আগস্ট আশুরার দিন টিকা কার্যক্রম বন্ধ থাকবে।

যেসব এলাকায় টিকা দেয়া হবে সেগুলো হচ্ছে- যাত্রাবাড়ী, সবুজবাগ, দক্ষিণখান, মিরপুর ও মোহাম্মদপুর।

আইসিডিডিআরবি জানায়, রাজধানীর যাত্রাবাড়ী, সবুজবাগ, দক্ষিণখান, মিরপুর ও মোহাম্মদপুরে প্রথম ডোজ কলেরা টিকা গ্রহণকারী

গত ২৬ জুন থেকে ২ জুলাই পর্যন্ত এই পাঁচ এলাকায় ২৩ লাখ ৬৫ হাজার ৫৮৫ জন মানুষ প্রথম ডোজ টিকা গ্রহণ করে। তারা এখন নিজ নিজ কেন্দ্রে টিকাদান কার্ড প্রদর্শন করে দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পারবেন।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানিয়েছেন, যারা টিকার প্রথম ডোজ নিয়েছেন কেবল তারাই দ্বিতীয় ডোজ নিতে পারবেন। তবে গর্ভবতী নারী এবং যারা গত ১৪ দিনের মধ্যে অন্য কোনো টিকা নিয়েছেন তারা টিকা নিতে পারবেন না। এই টিকা নেওয়ার পরবর্তী ১৪ দিনের মধ্যে অন্য কোনো টিকা নেওয়া যাবে না বলে জানান এই কর্মকর্তা।

স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সার্বিক সহায়তায় আইসিডিডিআরবি এই টিকাদান কর্মসূচি পরিচালনা করছে। কর্মসূচিতে আরও সহায়তা করছে জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, আন্তর্জাতিক রেডক্রস ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও এমএসএফ।

(ঢাকাটাইমস/০৩আগস্ট/এফএ)