নার্সারিতেই বাড়ছে ফুল ফলের চারাগাছ, অলস সময় বিক্রেতার

আকিবুর রহমান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ আগস্ট ২০২২, ১৯:৩০

বছরের অন্য সময়ের চেয়ে সচরাচর বর্ষা মৌসুমে চারাগাছ লাগানো হয় বেশি। রাজধানীতে অধুনা ছাদবাগানের চর্চাও করছেন অনেকে। এজন্য ফুল-ফলসহ নানা ধরনের চারাগাছের পসরা নিয়ে আছে নার্সারিও। তবে এবার চারাগাছের বিক্রি তেমন নেই বলেই ভাষ্য নার্সারি ব্যবসায়ীদের।

তাদের ভাষ্য, ক্রেতা তেমন না থাকায় অনেকটা অলস সময় কাটছে। বাহারী জাতের ফুল, ফলের চারা থাকলেও অন্যবারের চেয়ে এবার বর্ষা মৌসুমে ক্রেতার তেমন দেখা মিলছে না। নিত্যপণ্যের দাম বৃদ্ধির ফলে সৌখিন পন্যের চাহিদা কমেছে বলেই তারা মনে করছেন।

বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন নার্সারী সরেজমিনে গিয়ে এসব তথ্য মিলেছে। বিক্রেতারা বলছেন, গেল দুই মাসে বেচাকেনায় ভাটা পড়েছে। চারাগাছের দাম বৃদ্ধি না পেলেও বিক্রি বা ক্রেতা কম থাকায় লোকসান গুনতে হচ্ছে তাদের।

রাজধানীর ইস্কাটন এলাকার সবজিবাগানের মিরা নার্সারীর স্বত্বাধিকারী চুন্নু মিয়া টাকা টাইমসকে বলেন, ‘আমি এখানে প্রায় পয়ত্রিশ বছর ব্যবসা করি। আগে বেচা বিক্রি ভাল ছিল। এবার দুই মাস ধরে তেমন বিক্রি হচ্ছে না।’

নার্সারিতে বিক্রি ছাড়া আর কি ধরনের সেবা দেওয়া হয় জানতে চাইলে চুন্নু মিয়া ঢাকা টামসকে বলেন, ‘আমাদের কাছ থেকে চারা কিনলে ঢাকার ভিতরে সার্ভিস দিয়ে থাকি। যেমন ফুলে বা পাতায় পোকা ধরলে নিরাময়ের জন্য বাসায় গিয়ে এস্প্রে করে থাকি। এক্ষেত্রে যাতায়াতসহ ৫০০ টাকা নিয়ে থাকি।’

লাবু নার্সারির বিক্রেতা সারোয়ার ঢাকা টাইমসকে বলেন, ‘এখনফুলের সিজন নয়। তবে এখন রঙ্গন ফুল, রজনীগন্ধা, হাসনাহেনা, বেনসিনসিয়া, কামিনী, মাধবিলতা, লেমটোনাসহ কয়েক জাতের ফুলের চারা আছে। কিন্তু বিক্রি তেমন নেই বললেই চলে।’

এদিকে ফুলের টব বিক্রিতেও তেমন সাড়া নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্ত্বর এলাকার ফুটপাতের বিক্রেতারা বলছেন, সৌখিন পন্য হিসাবে তাদের কাছে আগে ক্রেতাদের আনাগোনা বেশি ছিল। তবে সকল জিনিসের দাম বৃদ্ধি পাওয়া সৌখিন পন্যের চাহিদা কমে গেছে।

মাটির তৈরি ফুলের টব বিক্রেতা রাজু আহমেদ ঢাকা টাইমসকে বলেন, ‘বেচা বিক্রি ভাল না। মানুষের খরচ বাড়ছে কিন্তু আয় বৃদ্ধি পায়নি। এসব পন্যের ক্রেতা সাধারণত কম থাকে। আগের তুলনায় বেচাকেনা নেই বললেই চলে।’

আরেক বিক্রেতা ফয়সাল ঢাকা টাইমসকে বলেন, ‘কয়েক মাস ধরে ব্যবসা ভাল না। সৌখিন পন্যের ওপর চাহিদা কম। ছোট, বড় বিভিন্ন টবের দাম আগের মত থাকলেও চাহিদা নেই।’

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

ফিচার এর সর্বশেষ

সস্তার পেয়ারার গুণে বশে থাকে ডায়াবেটিস-উচ্চ রক্তচাপসহ নানা জটিল রোগ

যে পাঁচ সমস্যায় আক্রান্তরা গুড় খাওয়ার আগে একবার ভাবুন, নইলে...

সাজেদুর রহমান শাফায়েতের স্বপ্ন পৃথিবী ঘুরে দেখা

খাওয়ার পরপরই চা পান উপকার না ক্ষতি? কী বলছেন বিশেষজ্ঞরা

জ্বরের মধ্যে যে পাঁচ খাবার খেলেই বিপদ! জানুন, সাবধান হোন

গরমে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে ডায়াবেটিস রোগীদের! সুস্থ থাকবেন যেভাবে

মুখে দুর্গন্ধের কারণে হা করতেও অস্বস্তি লাগে? সমাধান কী জানুন

লিভার ভালো রাখে লাউ! ওজন এবং উচ্চ রক্তচাপও থাকে নিয়ন্ত্রণে

কিডনি ভালো রাখে আমের পাতা! উচ্চ রক্তচাপও থাকে নিয়ন্ত্রণে

ইফতার ও সাহরিতে বাহারি আয়োজন ধানমন্ডির দ্য ফরেস্ট লাউঞ্জে

এই বিভাগের সব খবর

শিরোনাম :