গ্রামীন টেলিকম: টাকা পাচার ও আইনজীবীর ফির বিষয়ে তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ আগস্ট ২০২২, ২১:৪৩

গ্রামীণ টেলিকমের টাকা পাচার ও দুর্নীতি ধামাচাপা দিতে শ্রমিকদের টাকা দিয়েছেন ড. ইউনূসের গ্রামীণ টেলিকম এবং মামলা জিততে লবিস্ট নিয়োগ করেছিলেন বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার আদালতে রাষ্ট্রপক্ষ জানায়, গ্রামীণ টেলিকম থেকে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা পাচার হয়েছে।

গ্রামীণ টেলিকম থেকে এই টাকা পাচার হয়েছে কিনা এবং আইনজীবীর ১৬ কোটি টাকা ফি’র বিষয়ে দুদক ও আইন শৃঙ্খলা বাহিনী দেখবে বলে জানান হাইকোর্ট।

বৃহস্পতিবার সকালে বিচারপতি খুরশিদ আলম সরকারের একক বেঞ্চ এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষ তখন বলেন, এ বিষয়ে ব্যবস্থা না নিলে দুর্নীতিবাজরা প্রশ্রয় পাবে।

ইউসুফ আলীর আইনজীবী বলেন, ‘নিয়ম মেনেই ট্রেড ইউনিয়নে টাকা দেওয়া হয়েছিল। গত মঙ্গলবার গ্রামীণ টেলিকমের শ্রমিকদের কাছ থেকে ১৬ কোটি টাকা ফি নেওয়ার কথা প্রতিবেদন আকারে হাইকোর্টে জানান ইউসুফ আলীর আইনজীবী। বলা হয়, অবশিষ্ট ১০ কোটি টাকা রয়েছে ট্রেড ইউনিয়নের কাছে।’

এর আগে গত মঙ্গলবার (২ আগস্ট) ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শ্রমিকদের সমঝোতার বিষয়ে অনৈতিক কিছু হয়েছে কি না তা দুর্নীতি দমন কমিশন (দুদক) দেখবে বলে মন্তব্য করেন হাইকোর্ট। সেইসঙ্গে ১২ কোটি নয়, বরং ১৬ কোটি টাকা ফি নিয়েছেন বলে আদালতে জানান আইনজীবী ইউসুফ আলী।

গত ৩০ জুন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে দায়ের করা মামলায় রিটকারীদের আইনজীবীকে ১২ কোটি টাকার বিনিময়ে সমঝোতার প্রসঙ্গ তোলেন হাইকোর্ট।

বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ বলেন, আমরা শুনেছি শ্রমিকদের আইনজীবীকে অর্থের বিনিময়ে হাত করে তাদের মামলায় আপস করতে বাধ্য করা হয়েছে।

এর আগে, আইনজীবী ইউসুফ আলী চাকরিচ্যুত কর্মচারীদের ৪৩৭ কোটি টাকা গ্রামীণ টেলিকমের কাছ থেকে আদায় করে দিয়েছেন বলে দাবি করেন। সমঝোতায় আপস করে পরে সব মামলা প্রত্যাহার করে শ্রমিক কর্মচারীরা। তবে আইনজীবীর অতিরিক্ত ফি নিয়ে অভিযোগ উঠে।

পরে শ্রমিকরা কে কত টাকা ক্ষতিপূরণ পেয়েছেন সেই তালিকা দাখিল করার নির্দেশ দেন আদালত। একই সঙ্গে এ সংক্রান্ত নথিও দাখিল করতে বলা হয়।

গত ৭ ফেব্রুয়ারি ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ টেলিকমের অবসায়ন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষে এ আবেদন দায়ের করা হয়।

২০২০ সালের বিভিন্ন সময়ে গ্রামীণ টেলিকমে ছাঁটাইকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ শুরু হয়।

(ঢাকাটাইমস/০৪আগস্ট/এমএইচ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :