‘হাওয়া’ সিনেমার গালিগালাজ নিয়ে এ কী বললেন পরিচালক!
প্রকাশ | ০৫ আগস্ট ২০২২, ১১:২১

বক্স অফিসে ঝড় তুলেছে মেজবাউর রহমান সুমনের প্রথম চলচ্চিত্র ‘হাওয়া’। মুক্তির এক সপ্তাহ হয়ে গেলেও এখনো টিকিট পাওয়া দুষ্কর ঢাকার সিনেমা হলগুলোতে। তবে সাফল্যের পাশাপাশি সিনেমাটি নিয়ে সমালোচনাও কম হচ্ছে না। এরইমধ্যে একাধিক বিতর্ক সৃষ্টি হয়েছে এই সিনেমাকে ঘিরে। সেগুলোর একটি হলো সিনেমাটিতে থাকা অসংখ্য গালিগালাজ।
বহু মা-বাবা ছেলেমেয়েদের নিয়ে যাচ্ছেন ‘হাওয়া’ দেখতে। কিন্তু সিনেমাটি দেখতে বসে তারা বিব্রত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। কারণ, এ সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত অকথ্য ভাষার অসংখ্য গালিগালাজ। স্বয়ং শিশু সাহিত্যিক আহমেদ রিয়াজ এবং রম্য পোর্টাল ইয়ার্কির সম্পাদক সিমু নাসেরও একই অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দিয়েছেন।
তবে তার সিনেমায় কোনো গালি নেই বলে গণমাধ্যমের কাছে দাবি করেছেন নাটক ও বিজ্ঞাপন থেকে চলচ্চিত্র নির্মাণে আসা মেজবাউর রহমান সুমন। গালিগুলোকে তিনি আঞ্চলিক ভাষা হিসেবে উল্লেখ করেছেন। তার দাবি, ‘আমার সিনেমায় গালি নেই। এটা আঞ্চলিক ভাষা। ওই অঞ্চলের মানুষ এভাবেই কথা বলে। সে ভাষা যেভাবে এসেছে আমরা তাই দেখিয়েছি। গালি অন্য জিনিস।’
তবে শুধু গালি নয়, নকলের অভিযোগও উঠেছে ‘হাওয়া’র বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় অনেকের দাবি, ২০১৪ সালে মুক্তি পাওয়া কোরিয়ান সিনেমা ‘সি ফগ’-এর নকল হলো ‘হাওয়া’। নির্মাতা মেজবাউর রহমান সুমন এই অভিযোগও অস্বীকার করেছেন। তার দাবি, ‘হাওয়া’ আমাদের সিনেমা, আমাদের গল্প।’
এদিকে, সিনেমাটিতে খাঁচায় বন্দি পাখি দেখানোয় এবং একপর্যায়ে সেটিকে পুড়িয়ে খাওয়ার দৃশ্য নিয়েও শুরু হয়েছে বিতর্ক। বিষয়টি নিয়ে এরইমধ্যে তদন্ত শুরু করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। সিনেমাটিতে আইন ভেঙে খাঁচায় বন্যপ্রাণী প্রদর্শন ও হত্যার দৃশ্য রয়েছে, যা সংশ্লিষ্ট আইনের লঙ্ঘন। এ নিয়ে পরিচালকের আইনি জটিলতায় পড়ার আশঙ্কা রয়েছে।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক ছানাউল্যা পাটওয়ারী গণমাধ্যমকে বলেছেন, ‘জানতে পেরেছি ‘হাওয়া’ চলচ্চিত্রে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ লঙ্ঘন করা হয়েছে। ঘটনার সত্যতা যাচাইয়ে আমরা তদন্ত শুরু করেছি। অভিযোগের সত্যতা পেলে আইন অনুযায়ী পরবর্তী করণীয় ঠিক করা হবে।’
গত ২৯ জুলাই দেশের ২৪টি সিনেমাহলে মুক্তি পায় ‘হাওয়া’। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস।
(ঢাকা টাইমস/০৫ আগস্ট/এএইচ)