ফার্মগেটে মোবাইল-ব্যাগ খোয়ালেন সাংবাদিক, পুলিশ বলছে ওই স্থানে ছিনতাইকারী চক্রের তথ্য নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১৩:৪১ | প্রকাশিত : ০৫ আগস্ট ২০২২, ১২:৪৫
প্রতীকি ছবি

রাজধানীর ফার্মগেটে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি জামাল উদ্দিন বৃহস্পতিবার রাতে ছিনতাইকারীর কবলে পড়েছেন। ঘটনার ১৪ ঘণ্টা পরও ছিনতাই হওয়া মোবাইলসহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। ওই স্থানে কোনো ছিনতাইকারী চক্র আছে বলে জানা নেই পুলিশের।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফার্মগেট এলাকার সেজান পয়েন্টের সামনে যানবাহনের জন্য অপেক্ষারত অবস্থায় তার হাতে থাকা হাতব্যাগ ছিনিয়ে দৌড়ে পালিয়ে যায় ছিনতাইকারী। ওই হাতব্যাগে সাত হাজার টাকা, একটি মোবাইল ফোন, ব্যাংকের ক্রেডিট কার্ড ও তথ্য মন্ত্রণালয়ের অ্যাক্রিডিটেশন কার্ড ছিল।

এ ঘটনায় শুক্রবার দুপুর পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি, উদ্ধার হয়নি টাকা, মোবাইলসহ ছিনতাই হওয়া জিনিসপত্র।

শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উৎপল বড়ুয়া ঢাকা টাইমসকে বলেন, ‘এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি। মামলা বা লিখিত কোনো অভিযোগ করতে রাজি হননি ওই সাংবাদিক। তবুও আমরা বিষয়টি দেখছি, আমাদের মতো করে কাজ করছি।’

জড়িত কোনো ছিনতাইকারী চক্র চিহ্নিত করতে পেরেছেন কিনা- এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘ওই স্থানে (ঘটনাস্থল) কোনো ছিনতাই চক্র আছে বলে আমাদের কাছে তথ্য নেই। আর এটা ওই ধরনের ছিনতাইও নয়। পেছন থেকে হাতব্যাগ টান দিয়ে নিয়ে পালিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, খোয়া যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।’

ভুক্তভোগী সাংবাদিক জামাল উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইন্দিরা রোডে সেজান পয়েন্টের সামনে সিএনজি অটোরিকশার জন্য দাঁড়িয়ে ছিলেন তিনি। এসময় তার হাতে থাকা ব্যাগ পেছন থেকে একজন ছিনতাইকারী টান দিয়ে নিয়ে দৌড়ে পালায়। তিনি ছিনতাইকারীর পিছুপিছু ধাওয়া করলে মুহূর্তের মধ্যে ব্যাগটি অন্য ছিনতাইকারীর হাতে হাতবদল হয়ে যায়। ছিনতাইকারী মুহূর্তের মধ্যে পাশের গলিতে ঢুকে পালিয়ে যায়।’

ঘটনার পর শেরেবাংলা নগর থানার পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কাউকে আটক করতে পারেনি।

(ঢাকাটাইমস/০৫আগস্ট/আরআর/এফএ)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের মূলহোতা গ্রেপ্তার, বিপুল কনটেন্ট জব্দ

এফডিসিতে সাংবাদিকদের উপর হামলা: ১১ সদস্যের তদন্ত কমিটি

স্ত্রীসহ নিজেকে নির্দোষ দাবি করে ডিবিতে যা বলেছেন কারিগরি বোর্ডের চেয়ারম্যান

শেরপুরের ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

খেলনার প্যাকেটে আমেরিকা থেকে এসেছে কোটি টাকার গাঁজার চকলেট-কেক

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদক

উপবৃত্তির টাকা দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৮

সনদ জালিয়াতি: কারিগরি বোর্ডের ওএসডি চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি

বুথ ভেঙে নিরাপত্তাকর্মীকে হত্যা, বেরিয়ে এল রহস্য

জাল সার্টিফিকেট: প্রয়োজনে কারিগরি বোর্ডের চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :