অ্যামনেস্টির রিপোর্টে ইউক্রেনকে দোষারোপ, ক্ষুব্ধ জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১৩:৪৬ | প্রকাশিত : ০৫ আগস্ট ২০২২, ১২:৫৮

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানিয়েছে, বেসামরিক স্থাপনা ব্যবহার করে রুশ বাহিনীর ওপর ইউক্রেনের সেনারা হামলা করছে। যার ফলে পাল্টা আক্রমণে বেসামরিক নাগরিকরা হতাহত হচ্ছে। সংস্থাটির এমন প্রতিবেদনে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, অ্যামনেস্টি রাশিয়ার সন্ত্রাসী কর্মকাণ্ডকে পৃষ্ঠপোষকতা করছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) একটি প্রতিবেদন প্রকাশ করে অ্যামনেস্টি। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের সেনারা অন্তত ২২টি হাসপাতালকে ঘাঁটি হিসেবে ব্যবহার করেছে। এছাড়া, বিভিন্ন জনবহুল স্থান থেকে রুশ সেনাদের উপর হামলা করা হয়। যা যুদ্ধ আইনবিরোধী।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল ড. অ্যাগনেস কাল্লামার্ড বলেন, ইউক্রেনের সেনাদের কর্তৃক বেসামরিক নাগরিকদের ঝুঁকির মধ্যে ফেলার একটি ধরণ তারা সংগ্রহ করেছেন।

প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর জেলেনস্কিসহ তার সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা অ্যামনেস্টির কড়া সমালোচনা জানিয়েছেন।

জেলেনস্কির মতে, অ্যামনেস্টি আগ্রাসনকারীর পরিবর্তে ভুক্তভোগীর ওপর দায় চাপানোর চেষ্টা করছে।

আর জেলেনস্কির সমর্থকদের দাবি, বিশ্বে যুদ্ধ সম্পর্কিত রাশিয়ার অপপ্রচার প্রচারে সংগঠনটি রাশিয়ার কাছ থেকে মোটা অংকের আর্থিক সহায়তা পেয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবাও অ্যামনেস্টির দাবি প্রত্যাখ্যান করেছেন। তার মতে, অ্যামনেস্টি আক্রমণকারীর সঙ্গে ভুক্তভোগী একটি মিথ্যা সমান দৃশ্যপট তৈরির চেষ্টা করছে। কারণ একটি দেশ হাজারো বেসামরিক নাগরিকদের হত্যা, শহর ধ্বংস করছে। আর বিপরীতে একটি দেশ নিজেদের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার লড়াই করছে।

এছাড়া, ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীও অ্যামনেস্টির প্রতিবেদনকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন। তার মতে, এ প্রতিবেদনের কারণে নিজেদের দেশ রক্ষায় ইউক্রেনের সেনাদের লড়াইয়ের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে।

(ঢাকাটাইমস/০৫আগস্ট/আরআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :