দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ থেকে রাহুল-প্রিয়াঙ্কা আটক

প্রকাশ | ০৫ আগস্ট ২০২২, ১৩:৫০ | আপডেট: ০৫ আগস্ট ২০২২, ১৩:৫৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ভারতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিরোধী দল কংগ্রেসের বিক্ষোভ থেকে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ও শশী থারুরকে আটক করেছে দিল্লি পুলিশ।

শুক্রবার পার্লামেন্টের ভেতরে ও বাইরে কংগ্রেস সংসদ সদস্যরা বিক্ষোভ করতে থাকে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, বিক্ষোভের কারণে দিল্লির কয়েকটি সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়।

গ্রেপ্তারের আগে রাহুল গান্ধী বলেন, আমরা গণতন্ত্রের মৃত্যু প্রত্যক্ষ করছি। এক শতাব্দী আগে ধীরে ধীরে যা তৈরি হয়েছিল তা আমাদের চোখের সামনে ধ্বংস হয়েছিল। যে বা যারাই একনায়কতন্ত্রের বিরোধিতা করছে তাদেরকেই মারাত্মক আক্রমণ, কারাগারে প্রেরণ করা হচ্ছে।’

(ঢাকাটাইমস/০৫আগস্ট/আরআর)