প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে তামিমের আট হাজার

প্রকাশ | ০৫ আগস্ট ২০২২, ১৫:৩৮ | আপডেট: ০৫ আগস্ট ২০২২, ১৬:৩৮

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ওয়ানডে ক্রিকেটে দারুণ সময় কাটছে দেশসেরা ওপেনার ও দলনেতা তামিম ইকবাল খানের। জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করতে নেমে তুলে নিলেন অর্ধশতক। এরপর নিজেকে নিয়ে গেলেন এক অনন্য উচ্চতায়। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে আট হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তামিম।

হারারের ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচের শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে লিটন কুমার দাসকে সঙ্গে নিয়ে দুর্দান্ত সূচনা উপহার দেন তামিম। ওপেনিং জুটিতে দুজন মিলে তুলেন ১১৯ রান। সিকান্দার রাজার করা বলে আউট হওয়ার মাধ্যমে ভাঙে ওপেনিং জুটি। তবে আউট হলেও ফিফটি ঠিকই পূর্ণ করেছেন তামিম।

আউট হওয়ার পূর্বে তামিম ইকবাল করেছেন ৬২ রান। ৮৮ বলে খেলা তার এই ইনিংসটি ৯টি চারে সাজানো।

এদিন ব্যাটিংয়ে নামার আগে আট হাজারি ক্লাবে পৌঁছানোর জন্য তামিম দরকার ছিল ৫৭ রান।  ইনিংসের ২৪তম ওভারের শেষ বলে চার হাঁকিয়ে তামিম ইতিহাসের পাতায় নিজেকে জড়িয়ে নেন। বাংলাদেশের প্রথম ও আন্তর্জাতিক ক্রিকেটে ৩৩তম ক্রিকেটার হিসেবে তামিম ওয়ানডেতে আট হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন।

(ঢাকাটাইমস/০৫আগস্ট/এমএম)