‘হাওয়া’ দেখতে ঢাকায় সেই হাসিম মাহমুদ

বিনোদন প্রতিবেদক
 | প্রকাশিত : ০৫ আগস্ট ২০২২, ১৭:২০

‘হাওয়া’ চলছে হাওয়ার গতিতে। মুক্তির সাত দিন পেরিয়ে গেছে। যে গানটির জন্য এই সিনেমা নিয়ে দর্শকদের এতো আগ্রহ, সেই ‘সাদা সাদা কালা কালা’ গানের স্রষ্টা হাসিম মাহমুদের এখনো দেখা হয়নি ‘হাওয়া’। অবশেষে সিনেমাটি দেখতে শুক্রবার ঢাকায় এলেন গীতিকার ও গায়ক হাসিম মাহমুদ। সন্ধায় বিশেষ প্রদর্শনীতে সপরিবারে ‘হাওয়া’ সিনেমাটি দেখবেন তিনি।

ঢাকা টাইমসকে এ বিষয়টি নিশ্চিত করেছেন হাসিম মাহমুদের ছোট ভাই বেলাল মাহমুদ। তিনি বলেন, ‘আজ শুক্রবার) সন্ধ্যা ৭টার শোতে স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখায় ‘হাওয়া’ দেখবেন বড় ভাই হাসিম মাহমুদ। এ জন্য এরইমধ্যে আমার আম্মা, বোন ও হাসিম ভাইয়া ঢাকায় এসেছি।’

বেলাল মাহমুদ জানান, ‘কয়েকদিন ধরেই পরিচালক মেজবাউর রহমান সুমন ভাই হাসিম ভাইয়াকে ঢাকায় এনে সিনেমাটি দেখানোর চেষ্টা করে আসছেন। কিন্তু তিনি চাচ্ছিলেন না। আসলে আমার ভাই কোনো কিছু প্রত্যাশা করেন না। আমরা ভাইকে নানাভাবে বোঝানোর পর রাজি করাতে পেরেছি। অবশেষে তিনি ‘হাওয়া’ টিমের সঙ্গে সিনেমাটি দেখতে ঢাকায় আসলেন।’

বেলাল আরও বলেন, ‘আমার ভাই মূলত অপরিচিত ও বেশি লোকজন পছন্দ করেন না। তিনি সিজোফ্রেনিয়া নামক একটি মানসিক রোগে আক্রান্ত। বলতে গেলে দীর্ঘ সাত বছর তিনি বাসার বাইরে বের হন না। তার কয়েকজন বন্ধু আছেন, কাছের কয়েকজন লোক ও পরিবারের বাইরে কারো সঙ্গে সেরকম কথাও বলেন না।’

তিনি জানান, ‘চারুকলায় যখন ভাইয়া নিয়মিত যাতায়াত করতেন, তখন থেকে সুমন ভাইয়া তার সঙ্গে পরিচিত। সেই জায়গা থেকে তাদেরকে ভালোবাসেন তিনি। ‘সাদা সাদা কালা কালা’ গানটি সুমন ভাই তাকে দিয়ে গাওয়ানোর জন্য অনেক চেষ্টাও করেছিলেন। কিন্তু অসুস্থতার জন্য তা আর সম্ভব হয়নি।’

(ঢাকা টাইমস/০৫ আগস্ট/এলএম/এএইচ)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :