নিজের পরিচয়ে পরিচিত হতেন শেখ কামাল: সালমান

প্রকাশ | ০৫ আগস্ট ২০২২, ২১:০৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালকে বহুমুখী প্রতিভার অধিকারী হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাতের উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেছেন, শেখ কামাল কখনো বাবার অবস্থান নয়, সব সময় নিজের পরিচয়ে পরিচিত হতেন।

আজ শুক্রবার ফরেন সার্ভিস একাডেমিতে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীর স্মরণ সভায় এ কথা বলেন উপদেষ্টা।

সালমান এফ রহমান বলেন, পঁচাত্তরের ১৫ আগস্টের পর বিভিন্ন সময়ে শেখ কামালের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হয়েছে। প্রকৃতপক্ষে এসব অপপ্রচার মিথ্যা।

শেখ কামাল অনুকরণীয় ও বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন বলে উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি শেখ কামালকে যতটুকু চিনি, তার মতো সৎ লোক আমি কম দেখেছি। বঙ্গবন্ধুর ছেলে হিসেবে তার যে একটা অবস্থান আছে, তিনি সেটা আগ্রাহ্য করতেন সব সময়। নিজের পরিচয়ে পরিচিত হতেন।’

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার বক্তব্যে শেখ কামালকে বহুমুখী প্রতিভা হিসেবে অভিহিত করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘তিনি (শেখ কামাল) মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। দেশের ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে আবাহনী ক্রীড়াচক্র প্রতিষ্ঠা করেন। সংস্কৃতিক্ষেত্রে সমান সক্রিয় ছিলেন তিনি। স্পন্দন সাংস্কৃতিক দল, ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। ছায়ানটে সেতার বাজাতেন।’ শেখ কামালকে অনুসরণের জন্য তরুণ সমাজের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন, তথ্য কর্মকর্তা মহসিন রেজা প্রমুখ।

(ঢাকাটাইমস/০৫আগস্ট/ওএফ/মোআ)