পাবনায় ১০ ওয়ান শুটারগানসহ দুই অস্ত্র কারবারি আটক

প্রকাশ | ০৫ আগস্ট ২০২২, ২১:০৬

নিজস্ব প্রতিবেদক, পাবনা

পাবনায় ১০টি ওয়ান শুটারগানসহ দুই অস্ত্র কারবারিকে আটক করেছে র‌্যাব। শুক্রবার দুপুরে সাঁথিয়া উপজেলা আতাইকুলা মাধপুর মোড় থেকে তাদের আটক করা হয়।

এক প্রেসব্রিফিংয়ে  সন্ধ্যায় এই তথ্য দেন র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায়।

আটকরা হলেন-  সাঁথিয়া বোয়ালমারী রোমজান মোল্লার ছেলে বিপ্লব মোল্লা (৩০) ও একই এলাকার চানদু ইসলামের ছেলে লিটন ইসলাম (৩২)।

র‌্যাব জানায়, বিপ্লব ও লিটন বোয়ালমারী বাজারস্থ ওয়ার্কশপসপে এ অস্ত্রগুলোর বিভিন্ন অংশ তৈরি করেছে এবং এই অংশগুলো পরে গভীর রাতে বোয়ালমারী সেচ প্রকল্পের পাম্পের পাশে ঝোপঝাড়ে বসে সেটিং ও রঙ করার কাজ করেছে। আমরা তাদের নিয়ে সেসব জায়গায় গেছি এবং অস্ত্র তৈরি করার বিভিন্ন পরিত্যক্ত অংশ ও আলামত উদ্ধার করেছি। তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে এই সকল দেশি অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে আতাইকুলা থানায় মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/০৫আগস্ট/এলএ)