মধ্যরাতে পাম্পে ভিড়, হাতাহাতি-বাকবিতণ্ডা, সড়কে যানজট

প্রকাশ | ০৬ আগস্ট ২০২২, ০১:০৭ | আপডেট: ০৬ আগস্ট ২০২২, ১১:০২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

তেলের দাম বাড়ার খবরে মধ্যরাতে রাজধানীর পেট্রোলপাম্পগুলোতে মোটরসাইকেলের ভিড় লেগেছে। রাত ১২টার আগেই তেল নিতে কয়েকটি পেট্রোলপাম্পে চালকদের মধ্যে হাতাহাতির খবরও মিলেছে। এ কারণে পাম্পের পাশের সড়কগুলো যানজটের সৃ্ষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। তেল না দেয়ায় সাভারের আশুলিয়ায় সড়ক অবরোধের ঘটনা ঘটেছে বলেও খবর পাওয়া গেছে। রাজধানীর পাম্পগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শুক্রবার রাতে হঠাৎ জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। ঘোষণা অনুযায়ী ডিপোর ৪০ কিলোমিটারের ভেতর ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য প্রতি লিটার ডিজেল ৮০ টাকা থেকে ৩৪ টাকা বেড়ে হয়েছে ১১৪ টাকা। আর কেরোসিন বেড়ে হয়েছে ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রল ১৩০ টাকা।

শুক্রবার রাত ১২টা থেকে এই দাম কার্যকর হয়েছে।

এদিকে দাম কার্যকর হওয়ার আগেই রাজধানী ঢাকাসহ সারাদেশে মধ্যরাতে পেট্রোলপাম্পে ভিড় জমাতে থাকেন মোটরসাইকেলচালকরা। তবে বেশি দামে তেল বিক্রির সুযোগ নিতে অনেক পাম্পে রাত ১২টার আগে তেল বিক্রি বন্ধ রাখা হয়। বগুড়ার নয় মাইলের একটি পাম্পে এমন ঘটনায় গ্রাহকদের সাথে বাকবিতণ্ডার খবর পাওয়া গেছে। তেল না দেয়ায় সাভারের আশুলিয়ায় সড়ক অবরোধের ঘটনাও ঘটেছে।

এছাড়া রাজধানীর বাড্ডায় একটি পাম্পে তেল আগে নেয়া নিয়ে গ্রাহকদের মধ্যে হাতাহাতি হয়।

সর্বশেষ ২০২১ সালের ৪ নভেম্বর ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হয়। সেই সময় এই দুই জ্বালানির দাম লিটারপ্রতি ৬৫ টাকা থেকে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা করা হয়। ৮ মাসের ব্যবধানে আবার বাড়ানো হলো তেলের দাম। তবে ওই সময় পেট্রোল আর অকটেনের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। এবার সব ধরনের জ্বালানি তেলেরই দাম বাড়ানো হলো।

ঢাকাটাইমস/০৬আগস্ট/এলএ