করোনায় বিশ্বে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৩০০

প্রকাশ | ০৭ আগস্ট ২০২২, ১১:০০ | আপডেট: ০৭ আগস্ট ২০২২, ১১:৫৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

করোনা মহামারিতে বিশ্বে গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৭৩ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে সাড়ে ছয়শোর বেশি। এ সময়ে শনাক্ত হয়েছে সাড়ে ছয় লাখের নিচে।

রবিবার (৭ আগস্ট) সকালে করোনা সংক্রমণ, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে দেড় শর বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ৩৫ হাজার।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৫৮ কোটি ৮৭ লাখ।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে জাপান। এ সময়ের মধ্যে দেশটিতে শনাক্ত হয়েছে দুই লাখ ৩৬ হাজার ৮০৯ জন। একই সময়ে মারা গেছে ১৮৯ জন।

দৈনিক মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে ব্রাজিল।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

(ঢাকাটাইমস/০৭আগস্ট/আরআর)