যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে গুলিতে নিহত ৪

প্রকাশ | ০৭ আগস্ট ২০২২, ১৩:৪৭ | আপডেট: ০৭ আগস্ট ২০২২, ১৪:০৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, গত ৫ আগস্ট বৃহস্পতিবার বাটলার টাউনশিপের একাধিক স্থানে ওই চারজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। বৃহস্পতিবার ওই ঘটনা ঘটলেও রবিবার তা গণমাধ্যমে প্রকাশ করা হয়।

এক সংবাদ সম্মেলনে বাটলার টাউনশিপ ‍পুলিশ প্রধান জন পোর্টার বলেন, স্টিফেন মার্লো নামে এক ব্যক্তিকে এ ঘটনায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। এখনও ওই ব্যক্তি সম্ভবত ‘সশস্ত্র এবং বিপজ্জনক’ বলেও মনে করা হচ্ছে।

তিনি আরও বলেন, অভিযুক্ত স্টিফেন মার্লো ওহাইও অঙ্গরাজ্য থেকে পালিয়ে গেছেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, লেক্সিংটন, কেনটাকি, ইন্ডিয়ানাপলিস এবং শিকাগো শহরের সঙ্গে অভিযুক্তের সম্পর্ক রয়েছে। আর এগুলোর যেকোনো একটিতে মার্লো অবস্থান করতে পারেন।

প্রতি বছর বন্দুক সহিংসতায় যুক্তরাষ্ট্রে হাজারো মানুষ মারা যায়। গত ২৪ মে টেক্সাসের উভালদের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় ১৯ জন শিশু শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়।

(ঢাকাটাইমস/০৭আগস্ট/আরআর)