উপহার হিসেবে শেয়ার হস্তান্তর করবে আল-আরাফাহ ব্যাংকের উদ্যোক্তা

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ আগস্ট ২০২২, ১৪:৩৩

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোক্তা মোহাম্মদ হারুন ১ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার শেয়ার হস্তান্তর করবে।

এই উদ্যোক্তা তার পুত্র আনোয়ার হোসেনকে লেনদেন সিস্টেমের বাইরে যেয়ে উপহার হিসাবে শেয়ারগুলো হস্তান্তর করবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এতথ্য জানা গেছে।

তথ্যমতে, মোহাম্মদ হারুনের কাছে কোম্পানির মোট ২ কোটি ১৪ লাখ ২২ হাজার ২২৪টি শেয়ার আছে। এর মধ্যে থেকে ১ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার ২২৪টি শেয়ার পুত্র আনোয়ার হোসেনকে (জেনারেল শেয়ারহোল্ডার) উপহার হিসাবে দেবে।

আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে উল্লেখিত পরিমাণ শেয়ার হস্তান্তর করবে মোহাম্মদ হারুন।

(ঢাকাটাইমস/৭আগস্ট/এসকেএস)

সংবাদটি শেয়ার করুন

পুঁজিবাজার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা