সপ্তাহে একেক দিন এলাকাভিত্তিক কারখানা বন্ধের প্রস্তাব, ব্যবসায়ীরাও একমত

প্রকাশ | ০৭ আগস্ট ২০২২, ১৫:৫৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

বিদ্যুতের লোডশেডিংয়ের তীব্রতা কমাতে শিল্পাঞ্চলগুলোতে সপ্তাহে একেক দিন আলাদা সপ্তাহিক ছুটি দেওয়ার বিষয়ে প্রস্তাব করেছে বিদ্যুৎ বিভাগ। সরকারের এই প্রস্তাবে একমত হয়েছেন ব্যবসায়ীরা।

রাজধানীর বিদ্যুৎ ভবনে রবিবার ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের এ তথ্য জানান।

নসরুল হামিদ বলেন, ‘লোডশেডিং কমাতে এলাকাভিত্তিক কারখানা বন্ধের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে বিদ্যুৎ সাশ্রয় হবে। এতে করে ৪৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘এখন যে লোডশেডিং হচ্ছে আগামী মাস থেকে তার অর্ধেকে নামিয়ে আনা হবে। আগামী অক্টোবর থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে, আর লোডশেডিং থাকবে না।’

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা উৎপাদন বাড়াবো। গ্যাসের পরিমাণ বাড়িয়ে ব্যালেন্স করার চেষ্টা করবো। অক্টোবর থেকে পুরোপুরি আগের অবস্থা অর্থাৎ নিরবচ্ছিন্ন বিদ্যুতের দিকে যেতে পারবো। সবাইকে অনুরোধ করবো, সবাই যেন ধৈর্য্য ধরেন।’

(ঢাকাটাইমস/০৭আগস্ট/কেআর/ডিএম)