মাহমুদউল্লাহ-আফিফের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ

প্রকাশ | ০৭ আগস্ট ২০২২, ১৫:৫৮

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিলো বাংলাদেশ। তবে পঞ্চম উইকেট জুটিতে মাহমুদউল্লাহ-আফিফ মিলে বাড়িয়ে নিচ্ছেন দলীয় স্কোর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেটে ২০০ রান তুলেছে বাংলাদেশ।

এখন ৩৩ রানে মাহমুদউল্লাহ রিয়াদ ও ২৬ রানে আফিফ হোসেন অপরাজিত রয়েছেন।

ম্যাচের শুরুতে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান জিম্বাবুইয়ান দলনেতা রেগিস চাকাভা। টস হেরে ব্যাট করতে নেমে এনামুল হক বিজয়কে সঙ্গে নিয়ে দুর্দান্ত খেলতে থাকেন দলনেতা ও ওপেনার তামিম ইকবাল খান। ওপেনিং জুটিতে এই দুই ব্যাটার মিলে করেন ৭১ রান।

৪৪ বলে ৫০ রান পূর্ণ করার পর চিভাঙ্গার করা বলে কাইতানোর হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। ৪৫ বলে খেলা তার ৫০ রানের ইনিংসটি ১০টি চার ও একটি ছয়ে সাজানো। এরপর ব্যক্তিগত ২০ রানে রান আউট হয়ে সাজঘরের পথ ধরেন আরেক ওপেনার এনামুল হক বিজয়।

তৃতীয় উইকেটে খেলতে আসা মুশফিকুর রহিম ইতিবাচক ব্যাটিংয়ের ইঙ্গিতই দিচ্ছিলেন। কিন্তু ওয়েসলে ম্যাধভেরের করা বলে মুনেয়োঙ্গার হাতে ক্যাচ তুলে দেন মুশি। আউট হওয়ার আগে করেন ২৫ রান। নাজমুল হাসান শান্ত কট বিহাইন্ড হয়েছেন ব্যক্তিগত ৩৮ রানে।

(ঢাকাটাইমস/০৭আগস্ট/এমএম)