সেন্সরে আটকা হলি আর্টিজান হামলা নিয়ে বানানো ফারুকীর সিনেমা, হতাশা প্রকাশ

প্রকাশ | ০৭ আগস্ট ২০২২, ১৬:৪৭

বিনোদন প্রতিবেদক

নির্মাণের শুরু থেকেই আলোচনায় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমাটি। ২০১৬ সালে ঢাকার গুলশান ২-এর হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার পটভূমিতে এটি নির্মিত হয়েছে। এর প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা এবং কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়।

দীর্ঘ সাড়ে তিন বছর ধরে সিনেমাটি পড়ে আছে চলচ্চিত্র সেন্সর বোর্ডে। কোনো এক অজানা কারণে সেটির ছাড়পত্র মিলছে না।

এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় হতাশা প্রকাশ করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ফেসবুকে তিনি লিখেছেন, ‘আজকে সকাল সকাল মনটা খারাপ হয়ে গেল! এরকম কত সকাল যে আমার গেছে। আমি একটা ছবি বানাইছি ‘শনিবার বিকেল’ নামে। যেটা সেন্সর বোর্ড সদস্যরা দেখে বিভিন্ন পত্রিকায় ইন্টারভিউ দিয়ে বললেন, আমরা দ্রুতই সেন্সর সার্টিফিকেট দিয়ে দিচ্ছি।’

‘তারপর এক অদৃশ্য ইশারায় ছবিটার দ্বিতীয় শো করে তারা। এবং তারপর বলে দিল, ছবি ব্যান। আমরা আপিল করলাম। আজকে সাড়ে তিন বছর হলো আপিলের। কোনো উত্তর নাই। এবং আমাদেরও বুঝি কিছু বলার নাই। কারণ তারাপদ রায়ের কবিতার মতো আমাদের কখন সর্বনাশ হয়ে গেছে আমরা টেরও পাইনি।’

‘আজকে ‘শনিবার বিকেল’-এর উপর ইস্টার্নকিকের রিভিউটা হঠাৎ সাজেস্ট করল আমাকে অ্যালগোরিদম। এটা আমি আগে পড়ি নাই। পড়ে মনে হইল আমরা ফুল, পাখি, লতা, পাতা নিয়া ছবি বানাইলে ‘ঠিক আছে’! এমন কিছু বানানো যাবে না যেখানে আমাদের চেহারা দেখা যায়।’

‘কিন্তু আমি তো চিরকাল সেইসব গল্পই বলে আসছি যেখানে আমাদের চেহারা দেখা যায়, সেটা প্রেমের গল্পই হোক আর রাজনীতির গল্পই হোক। আমি তো অন্য কিছু পারি না। তাহলে পাখি সব যে রব করবে, সেটা কি নতুন সুরে করতে হবে? নতুন সুর শিখতে হবে?

ফারুকীর এই পোস্টের নিচে কৌশিক ইকবাল নামে এক ফটোগ্রাফার লিখেছেন, ‘শনিবার বিকেল’-এর পোস্টারের ছবি যখন তুলেছিলাম, তখন থেকেই আলাদা একটা ভালোলাগা আর এক্সসাইটমেন্ট কাজ করছিল। আশায় ছিলাম কবে সিনেমাটা মুক্তি পাবে আর ছবিগুলো শেয়ার করব। কিন্তু হায়! সে আশাটা আর পূরণই হলো না। তবু অপেক্ষায় আছি, নিশ্চয়ই সেন্সর বোর্ড পুনঃবিবেচনা করবে!’

কন্ঠশিল্পী লোপা হোসাইন লিখেছেন, ‘কিন্তু আমরা যারা সিনেমাটা দেখার জন্য ব্যাকুল, তাদের জন্য উপায় কী? ওটিটিতে দেওয়া যাবে না?’ একই আবেদন জানিয়েছেন গীতিকার জুলফিকার রাসেলও। অন্যদিকে, ফারুকীর পোস্টটি পড়ে দুঃখপ্রকাশ করেছেন অভিনেতা হাসান মাসুদ। তিনি লিখেছেন, ‘ভেরি স্যাড’।

(ঢাকা টাইমস/০৭ আগস্ট/এলএম/এএইচ)