ফরিদপুর পুলিশ লাইনস স্কুলে ডিজিটাল হাজিরা পদ্ধতি

প্রকাশ | ০৭ আগস্ট ২০২২, ২১:২২

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুর পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল পদ্ধতির শিক্ষার্থীদের হাজিরা সংবলিত ‘উত্তরণ’ নামে একটি ফটক উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ফিতা কেটে এ ফটকের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।

এই গেট দিয়ে কোন শিক্ষার্থী প্রবেশ করতে হলে তার কার্ড পাঞ্চ করতে হবে। কার্ড পাঞ্চ করা হলে গেটটি খুলে যাবে। সাথে সাথে বিদ্যালয়ে ওই শিক্ষার্থীর হাজিরা নিশ্চিত হওয়ার পাশাপাশি ওই শিক্ষার্থীর অভিভাবকের মুঠোফোনে হাজিরা সংক্রান্ত একটি এসএমএস (খুদে বার্তা) চলে যাবে।

একসাথে চারজন শিক্ষার্থী এ গেটে হাজিরা দিয়ে বিদ্যালয়ে প্রবেশের সুযোগ পাবে।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হেলাল উদ্দিন ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল, পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইউম প্রমুখ।

প্রধান শিক্ষক বলেন, এ হাজিরা পদ্ধতির জন্য শিক্ষার্থীদের স্কুল ফাঁকি দেওয়ার প্রবণতা কমে যাবে এবং শ্রেণি কক্ষে হাজিরা না নেওয়ার ফলে সময় বাঁচবে যে সময় শিক্ষার্থীদের পাঠদানের পেছনে ব্যয় করা যাবে।

(ঢাকাটাইমস/০৭আগস্ট/এলএ)