জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাজুর তত্ত্বাবধানে রাজধানীতে মোমবাতি মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ আগস্ট ২০২২, ২৩:০৫

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এ সিদ্দিক সাজুর তত্ত্বাবধানে ওয়ার্ডে ওয়ার্ডে ‘মোমবাতি প্রজ্বলন প্রতীকী মৌন মিছিল’ কর্মসূচি পালিত হয়েছে। এতে বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে।

রবিবার রাতে রাজধানীর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নেতৃত্বে ব্যতিকর্মী এ কর্মসূচি পালন করা হয়।

এসময় আশেপাশের জনগনকে করতালি দিয়ে বিএনপির নেতাকর্মীদের উৎসাহ দিতে দেখা যায়।

৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ফয়সাল আহম্মেদের নেতৃত্বে ৭ নং ওয়ার্ডে, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ মো. লিটন ও সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সাবেক আহ্বায়ক মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে ৮ নং ওয়ার্ডে, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমান মামুন, সা. সম্পাদক মো. বশির আহম্মেদের নেতৃত্বে ৯ নং ওয়ার্ডে, এসময় আরোও উপস্থিত ছিলেন দারুসসালাম থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ডা. ইয়াসীন আরাফাত, সাবেক প্রচার সম্পাদক মো. মোস্তফা বেপারী, ১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শাহেন শাহ শাহিন, যুগ্ম আহ্বায়ক হাজী রমজান হোসেন রঞ্জু, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান ও সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানার নেতৃত্বে মাজার রোডে এ কর্মসূচি পালিত হয়।

এছাড়াও দারুসসালাম থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বাবুল মিয়া, ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আফজাল হোসেন, সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ স্বপন ও সাবেক আহ্বায়ক মো. আবুল বাঁশার ভূঁইয়ার নেতৃত্বে কল্যাণপুর এলাকায়, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মনসুর রহমান, সাধারণ সম্পাদক শাহরিয়ার দিল খায়ের শিপুর নেতৃত্বে ১২ নং ওয়ার্ডে, এসময় আরও উপস্থিত ছিলেন মিরপুর থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শহিদুর রহমান এনা, ১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মেজবাহ উদ্দিন মেজবা, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব ও সাবেক আহ্বায়ক মো. মফিজুর রহমানের নেতৃত্বে ১৩ নং ওয়ার্ডে ভিন্নধর্মী "মোমবাতি প্রজ্বলন প্রতীকী মৌন মিছিল" কর্মসূচি পালিত হয়।

ঢাকাটাইমস/০৭আগস্ট/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :