৫৯ বছর ধরে মাটির ঘরে পাঠদান

শাহজাদা মিনহাজ, লোহাগাড়া (চট্টগ্রাম)
| আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১৪:২৩ | প্রকাশিত : ০৮ আগস্ট ২০২২, ১৪:১৮
জরাজীর্ণ এই মাটির ঘরে শতাধিক শিক্ষার্থীকে পাঠদান করা হচ্ছে (ছবি: ঢাকাটাইমস)

চট্টগ্রামের লোহাগাড়ায় প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান পদুয়া এ.সি.এম উচ্চ বিদ্যালয়। ঐতিহাসিক গুপ্ত দীঘির পাড়ে ১৯৬৩ সালে বাবু কালিশংকর দাশ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এই বিদ্যালয়ে বর্তমানে দুই হাজারের অধিক শিক্ষার্থী রয়েছে। তবে প্রতিষ্ঠাকাল থেকে এই পর্যন্ত এই বিদ্যালয়ে সরকারি কোনো ভবন নির্মাণ হয়নি। প্রতিষ্ঠার ৫৯ বছর ধরে মাটির এই ঘরে চলছে পাঠদান।

বিদ্যালয় ঘুরে দেখা যায়, মাটির তৈরি ঘরটি জরাজীর্ণ। দেয়ালের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। জরাজীর্ণ এই মাটির ঘরে শতাধিক শিক্ষার্থীকে পাঠদান করা হচ্ছে। এমনকি ভেতরে জায়গা সংকটের কারণে বারান্দায়ও ক্লাস নেওয়া হয়। টিনের ছাউনি ফুটো হয়ে বৃষ্টির পানি ছিটকে পড়ে শিক্ষার্থীদের গায়ে।

এদিকে মাটির তৈরি জরাজীর্ণ ঘরটি এখন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে আতঙ্কের কারণ। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। তাই নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন তারা। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার জাভেদ করিম বলেন, ‘একটি নতুন ভবন হলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আতঙ্ক থাকবে না।’

তিনি বলেন, ‘সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর চেষ্টায় এ উপজেলায় সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ হচ্ছে। এর ধারাবাহিকতায় এ বিদ্যালয়ে একটি নতুন ভবন নির্মাণে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম জানান, ‘এই বিদ্যালয়ে সবচেয়ে বেশি শিক্ষার্থী পড়াশোনা করে। কিন্তু দুঃখের বিষয় প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত এই বিদ্যালয়ে সরকারি কোনো ভবন নির্মাণ হয়নি। মাটির ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। শিগগিরই নতুন ভবনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’

(ঢাকাটাইমস/৮আগস্ট/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন এর সর্বশেষ

কোন দিকে মোড় নিচ্ছে ইরান-ইসরায়েল সংকট

ছাদ থেকে পড়ে ডিবি কর্মকর্তার গৃহকর্মীর মৃত্যু: প্রতিবেদনে আদালতকে যা জানাল পুলিশ

উইমেন্স ওয়ার্ল্ড: স্পর্শকাতর ভিডিও পর্নোগ্রাফিতে গেছে কি না খুঁজছে পুলিশ

জাবির হলে স্বামীকে বেঁধে স্ত্রীকে জঙ্গলে ধর্ষণ, কোথায় আটকে আছে তদন্ত?

নাথান বমের স্ত্রী কোথায়

চালের বস্তায় জাত-দাম লিখতে গড়িমসি

গুলিস্তান আন্ডারপাসে অপরিকল্পিত পাতাল মার্কেট অতি অগ্নিঝুঁকিতে 

সিদ্ধেশ্বরীতে ব্যাংক কর্মকর্তার মৃত্যু: তিন মাস পেরিয়ে গেলেও অন্ধকারে পুলিশ

রং মাখানো তুলি কাগজ ছুঁলেই হয়ে উঠছে একেকটা তিমিরবিনাশি গল্প

ঈদের আনন্দ ছোঁয়নি তাদের, নেই বাড়ি ফেরার তাড়া

এই বিভাগের সব খবর

শিরোনাম :